Live Breaking News & Updates on Barisal medical college hospital

Stay updated with breaking news from Barisal medical college hospital. Get real-time updates on events, politics, business, and more. Visit us for reliable news and exclusive interviews.

স্বজনরা কেউ এল না, করোনায় মৃত নারীর গোসল-দাফন করলেন ইউএনও! | 1051943 | কালের কণ্ঠ


পিরোজপুরের কাউখালীতে করোনায় মৃত রেখা আক্তার (৪৫) নামে এক নারীর লাশ দাফনে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা কেউ এগিয়ে না আসায় শেষে ইউএনও ও এক উন্নয়ন কর্মী (নারী) মিলে ওই নারীর লাশের গোসল করিয়ে দাফনের ব্যবস্থা করলেন।
শুক্রবার (০৯ জুলাই) গভীর রাতে উপজেলার উজিয়ালখান গ্রামে পারিবারিক কবরস্থানে ওই নারীর লাশ দাফন করা হয়। মৃত গৃহবধূ ওই গ্রামের সোলায়মান হোসেন এর স্ত্রী। তিনি করোনা আক্রান্ত হয়ে গত ১০দিন অসুস্থ ছিলেন।
স্থানীয় সূত্রে জানাগেছে, কাউখালীর উজিয়ালখান গ্রামের এক নারী শুক্রবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। করোনার ভয়ে স্বজনরাও লাশ ফেলে রেখে গা ঢাকা দেন। অপরদিকে সংক্রমণের ভয়ে প্রতিবেশীরাও কেউ এগিয়ে আসছেন না। ঘণ্টার পর ঘণ্টা লাশ পড়ে রয়েছে বাড়িতে। এমন সংকটের খবর নাড়া দেয় উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও)। শুক্রবার রাত ১০টার দিকে লাশের গোসল করাতে উদ্যোগী হন ইউএনও খালেদা খাতুন রেখা।
আগে কখনো লাশ গোসলের অভিজ্ঞতা না থাকলেও ইতোমধ্যে শিখে নিয়েছেন নিয়মরীতি। তারপর ওই নারীর লাশের গোসল করান। তাকে সহযোগিতা করেন স্বেচ্ছাচ্ছাসেবী উন্নয়ন কর্মী মাহাফুজা মিলি এবং শামীমা আক্তার। লাশ গোসল করানোর আগে সুরক্ষাসামগ্রী (গাউন, হ্যান্ড গ্লাভস, মাস্ক, ক্যাপ ও বুটজুতা) পরে ধর্মীয় রীতি অনুযায়ী গোসল করানো হয় এবং কাফনের কাপড় পরানো হয়। রাত ১২টার দিকে কাউখালী উজিয়ালখান গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়।
এদিকে ইউএনও কর্তৃক করোনায় মৃত নারীর লাশ গোসল করানোর এমন মহতী উদ্যোগের খবর শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ স্ট্যাটাসের মাধ্যমে ইউএনওর এমন মহতী কাজকে সাধুবাদ জানিয়েছেন।
কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন বলেন, করোনায় মৃত নারীর দাফনের ব্যবস্থা করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি করোনাকালের শুরু থেকে গর্ব করার মতো মহতী কাজ করে চলেছেন। তার এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
বিষয়টি নিশ্চিত করে কাউখালী নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা বলেন, এটি মানুষ হিসেবে মানবিক দায়িত্ব। তবে করোনায় কেউ মারা গেলে সংক্রমণের ভয় থাকা ভুল ধারণা। মানুষের সচেতন হওয়া উচিত। আমরা এক কঠিন দুঃসময় পার করছি।
এই রকম আরো খবর

Kawkhali , Barisal , Bangladesh , Ahmed-suman , Bmw , Barisal-medical-college-hospital , Solomon-hussain , Barisal-shere-bengali-medical-college-hospital , Shamima-meters , News-friday , Social-communication , Chairman-doctor-ahmed-suman

বরিশালে জেলা-উপজেলা থেকে শেবাচিমে রোগী পাঠানো নিষেধ! | 1051615 | কালের কণ্ঠ


বরিশাল বিভাগের জেলা সদরে অবস্থিত জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো থেকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী পাঠাতে নিষেধ করা হয়েছে। করোনা রোগীদের সেবা নিশ্চিত করা এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (০৮ জুলাই) রাতে এসংক্রান্ত ওই আদেশটি জারি করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস।
তিনি জানান, করোনা সংক্রমণ বরিশালজুড়ে দিনদিন বৃদ্ধি পাচ্ছে। যার মধ্যে বরিশাল নগরীতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সব দিক বিবেচনায় নিয়ে সাধারণ রোগী যারা রয়েছেন। যেমন- সাধারণ জখমি, সর্দি বা কাশির রোগী। যাদের ভালো চিকিৎসা জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে সম্ভব। সেইসব রোগী বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, এমনিতেই শেবাচিম হাসপাতালের আন্তবিভাগের প্রতিদিন দেড় থেকে দুই হাজার রোগী ভর্তি থাকে। এ ছাড়া বহির্বিভাগে রোগীর সংখ্যা অনেক বেশি। এর মধ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই রোগীদের সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ায় সামাল দিতে চিকিৎসকদের হিমশিম খেতে হয়। যেসব রোগীদের চিকিৎসা জেলা বা উপজেলা হাসপাতালে সম্ভব তারাও ভিড় করছে এই হাসপাতালে। এ ছাড়া শেবাচিম হাসপাতালেই একমাত্র করোনা ডেডিকেটেড ইউনিট রয়েছে। এখান থেকেও করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যায়। সব দিক বিবেচেনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে গুরুতর অসুস্থ কিংবা যেসব রোগীর জেলা-উপজেলায় চিকিৎসা সম্ভব নয়, সেসব রোগীর ক্ষেত্রে এই আদেশ কার্যকর হবে না। তাদের শেবাচিম হাসপাতালে পাঠানো যাবে। ইতিমধ্যে আদেশ সংবলিত চিঠি বিভাগের সব জেলা সিভিল সার্জন, সব জেলা ও উপজেলা হাসপাতাল এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এই রকম আরো খবর

Barisal-district , Barisal , Bangladesh , Vasudeva-kumar , Bmw , Healtha-medical-college-hospital , Barisal-medical-college-hospital , General-hospital , Shere-bengali-medical-college-hospital , Medical-district , Barisal-shere-bengali-medical-college-hospital , District-medical

লকডাউনে ফ্রি খিচুরি নিয়ে রোগীর স্বজনদের পাশে হোটেল | 1049877 | কালের কণ্ঠ

লকডাউনে ফ্রি খিচুরি নিয়ে রোগীর স্বজনদের পাশে হোটেল | 1049877 | কালের কণ্ঠ
kalerkantho.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from kalerkantho.com Daily Mail and Mail on Sunday newspapers.

Fatima-begum , Barisal-medical-college-hospital , Local-administration , Barisal-shere-bengali-medical-college-hospital , Dam-road , பாத்திமா-பிச்சம் , அணை-சாலை ,

ঢাকার পর বরিশালে করোনা সংক্রমণে রেকর্ড


অনলাইন ডেস্ক
বরিশাল বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় এক দিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। আর এই সময়ে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ৩৪৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর আগের দিন ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ১৬০। আর সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৬৩৭ জন।
এছাড়া একই সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ২ জনের এবং ঝালকাঠি জেলায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩১৫ জনে দাঁড়িয়েছে বলে গণমাধ্যমে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।
তিনি জানান, মোট আক্রান্ত ১৮ হাজার ৬৩৭ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ১৮১ জন। আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ শনাক্ত ১২১ জন নিয়ে মোট ৮ হাজার ১৯৫ জন, পটুয়াখালী জেলায় নতুন ২৭ জন নিয়ে মোট ২৫৪০ জন, ভোলা জেলায় নতুন ১৫ জন সহ মোট ২০৮৭ জন, পিরোজপুর জেলায় নতুন ৮২ জন নিয়ে মোট ২৪১৬ জন, বরগুনা জেলায় নতুন ২২ জন নিয়ে মোট আক্রান্ত ১৪৯২ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৭৬ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৯০৭ জন।
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল পর্যন্ত) শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩৮ জন ও করোনা ওয়ার্ডে ১৩ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২১০ জন রোগী চিকিৎসাধীন। যাদের মধ্যে ৪৫ জনের করোনা পজেটিভ এবং ১৬৫ জন আইসোলেশনে রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৮ জন করোনা পরীক্ষা করান। যারমধ্যে ৫৯.০৪ শতাংশ পজেটিভ শনাক্তের হার।
বিডি প্রতিদিন/আল আমীন
এই বিভাগের আরও খবর
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Bhola-district , Barisal , Bangladesh , Patuakhali-district , Barisal-district , Zakaria-khan-swapan , Al-ameen , Johne-jhalakhati , Vasudeva-kumar , Barisal-medical-college , Barisal-medical-college-hospital ,

বরিশালে শনাক্ত ১৬০, মৃত্যু ৯


বরিশালে শনাক্ত ১৬০, মৃত্যু ৯
স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জুলাই ৩, ২০২১
বরিশাল: টানা ৫ দিন পর গেল ২৪ ঘণ্টায় সব থেকে কম রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে। আর এই সময়ে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ১৬০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর আগের দিন ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ২৪৮। আর সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ২৯৪ জন।
এছাড়া একই সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৭ জনের এবং বিভাগের মধ্যে বরিশাল ও ঝালকাঠি জেলায় দু’জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩১৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৮ হাজার ২৯৪ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ১৩৬ জন।
আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ৮৫ জন নিয়ে মোট ৮ হাজার ৭৪ জন, পটুয়াখালী জেলায় নতুন ১০ জন নিয়ে মোট ২৫১৩ জন, ভোলা জেলায় নতুন চারজন সহ মোট ২০৭২ জন, পিরোজপুর জেলায় নতুন ৩ জন নিয়ে মোট ২৩৩৪ জন, বরগুনা জেলায় নতুন ৫ জন নিয়ে মোট আক্রান্ত ১৪৭০ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৫৩ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৮৩১ জন।
এদিকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২০৮ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫৪৬ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৫৪৬ জনের মধ্যে ৫০ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় (শনিবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩৯ জন ও করোনা ওয়ার্ডে ১ জন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি সাতজন মৃত্যুবরণ করেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১৮২ জন রোগী চিকিৎসাধীন। যাদের মধ্যে ৩৪ জনের করোনা পজিটিভ এবং ১৪৮ জন আইসোলেশনে রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৯০ জন করোনা পরীক্ষা করান। যারমধ্যে ৫৪.৭৩ শতাংশ পজিটিভ শনাক্তের হার।
বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, জুলাই ০৩, ২০২১
এমএস/এমআরএ

Barisal-district , Barisal , Bangladesh , Bhola-district , Patuakhali-district , Zakaria-khan-swapan , Johne-jhalakhati , Vasudeva-kumar , Barisal-medical-college , Barisal-medical-college-hospital , College-hospital , Barisal-shere-bengali-medical-college

জমি সংক্রান্ত বিরোধে যুবকের পায়ের রগ কাটলো প্রতিপক্ষ

জমি সংক্রান্ত বিরোধে যুবকের পায়ের রগ কাটলো প্রতিপক্ষ
banglanews24.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from banglanews24.com Daily Mail and Mail on Sunday newspapers.

Bangladesh , Patuakhali , Khulna , Shamim-gazi , Shaheen-gazi , Saima-sultana , District-union , Barisal-medical-college-hospital , Patuakhali-kalapara-land , District-union-west , For-barisal-medical-college-hospital , Legal-law

বরিশালে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩৫ শতাংশ ছুঁই ছুঁই

বরিশালে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩৫ শতাংশ ছুঁই ছুঁই
banglanews24.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from banglanews24.com Daily Mail and Mail on Sunday newspapers.

Bhola-district , Barisal , Bangladesh , Patuakhali-district , Barisal-district , Zakaria-khan-swapan , Johne-jhalakhati , Johne-barisal , Vasudeva-kumar , Barisal-medical-college , Barisal-medical-college-hospital , College-hospital

বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা বিসিসির

বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা বিসিসির
banglanews24.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from banglanews24.com Daily Mail and Mail on Sunday newspapers.

Bangladesh , Swapan-kumar , Serniyabat-sadiq-abdullah , Barisal-city-corporation , Barisal-medical-college-hospital , Mayor-serniyabat-sadiq-abdullah , Barisal-city , Barisal-shere-bengali-medical-college-hospital , பங்களாதேஷ் , ஸ்வப்பன்-குமார் , பாரிசல்-நகரம்-நிறுவனம் ,

বরিশালে একদিনে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ১২

বরিশালে একদিনে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ১২
banglanews24.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from banglanews24.com Daily Mail and Mail on Sunday newspapers.

Pirojpur , Barisal , Bangladesh , Bhola-district , Patuakhali-district , Barisal-district , Zakaria-khan-swapan , Johne-jhalakhati , Vasudeva-kumar , Barisal-shere-bengali-medical-college , Barisal-medical-college , Health-do

মুসলিম নারীর দাফনে সনাতন ধর্মাবলম্বীরা! | 1048422 | কালের কণ্ঠ


বরিশালের বানারীপাড়ায় মুসলিম নারীর লাশ দাফনে সনাতন ধর্মাবলম্বীরা এগিয়ে এসে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বানারীপাড়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডে মুসলমান ও সনাতন ধর্মাবলম্বীদের (হিন্দু) সৌহার্দ্যপূর্ণ এ সম্পর্ক নিজ চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না।
জানা যায়, বানারীপাড়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের ধান-চাল ব্যবসায়ী হাবিবুর রহমান সিকদারের স্ত্রী ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির সনেটের মা ফরিদা বেগম (৫৮) ক্যান্সারে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৮ জুন) দুপুর ১২টা ৪০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আষাঢ়ের বর্ষণমুখর বিকেলে তার লাশ দাফন করার জন্য কবর খুঁড়লে পানি উঠে যাওয়ায় স্বজনরা সিদ্ধান্ত নেন কবর পাকা করে তাকে দাফন করার। পরে সবাই মিলে ইট বালু,সিমেন্ট ও মাটি কেটে মরহুমার কবর পাকা করার কাজে ব্যস্ত হয়ে পড়েন। তখন প্রতিবেশী বানারীপাড়া বন্দর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কৃষ্ণ পাল, তার ভাইয়ের ছেলে পুরোহিত রাম পাল ও মধু পাল এবং বিশিষ্ট ব্যবসায়ী সমীর কুন্ডুর ছোট ছেলে পাপ্পু কুন্ডু মুসলমানদের সাথে কবর পাকাকরণে সমানে কাজ করেন। এ যেন সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। এরকম অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে বিভোর হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করেছিলেন।
এদিকে কবর পাকাকরণ শেষে বাদ মাগরিব নিজ বাড়িতে ধর্মভিরু ওই নারীর জানাজায় মানুষের ঢল নামে। এসময় প্রতিবেশী বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, পৌর আওয়ামী লীগ ও বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুব্রত লাল কুন্ডু,১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর তপন কুন্ডু, পৌর পুজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক ডা. সাগর চন্দ্র শীল প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা,সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মজিবর রহমান,১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন সরদার,সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম আনোয়ার,বানারীপাড়া প্রেসক্লাব সম্পাদক সুজন মোল্লা প্রমুখ।
এই রকম আরো খবর

Bangladesh , Barisal-district , Barisal , Sheikh-mujibur-rahman , Farida-begum , Al-league , Barisal-medical-college-hospital , Word-council-za-hussain , Council-ariful-islam-anwar , Council-tapan-kundu , Habib-baby-sikder , Barisal-shere-bengali-medical-college-hospital