Live Breaking News & Updates on குர்மிடோலா ஜநரல் மருத்துவமனை

Stay informed with the latest breaking news from குர்மிடோலா ஜநரல் மருத்துவமனை on our comprehensive webpage. Get up-to-the-minute updates on local events, politics, business, entertainment, and more. Our dedicated team of journalists delivers timely and reliable news, ensuring you're always in the know. Discover firsthand accounts, expert analysis, and exclusive interviews, all in one convenient destination. Don't miss a beat — visit our webpage for real-time breaking news in குர்மிடோலா ஜநரல் மருத்துவமனை and stay connected to the pulse of your community

আইসিইউ শয্যা বাড়লেও কাটছে না হাহাকার | 1058505 | কালের কণ্ঠ

আইসিইউ শয্যা বাড়লেও কাটছে না হাহাকার | 1058505 | কালের কণ্ঠ
kalerkantho.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from kalerkantho.com Daily Mail and Mail on Sunday newspapers.

Kurmitola , Bangladesh-general- , Bangladesh , Multan , Punjab , Pakistan , Phulbaria , Farid-hussain-mia , Abu-henan-morshed-zaman , Iqbal-arsalan , Committee-hospital-management , Sheikh-letters-medical-university

চিকিৎসার জন্য হাহাকার


চিকিৎসার জন্য হাহাকার
হাসপাতালে ডাক্তার নার্স ও শয্যা সংকট 
চিকিৎসার জন্য হাহাকার
৮০ শতাংশ শয্যায় করোনা রোগীতে ভর্তি -স্বাস্থ্যমন্ত্রী * প্রতি ১০ হাজার রোগীর জন্য প্রয়োজন ২৩ জন চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী আছে ৮ জন
  রাশেদ রাব্বি  
২৮ জুলাই ২০২১, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ
দেশে কোভিড-১৯ সংক্রমণের মাত্রা আরও তীব্র হচ্ছে। প্রতিদিনই বাড়ছে শনাক্ত রোগী ও মৃতের সংখ্যা। রোগী বাড়ায় দেশের হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছে। বেশিরভাগ হাসপাতালে চাহিদানুযায়ী ডাক্তারসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী নেই। জেলা-উপজেলা হাসপাতালে চিকিৎসক ও নার্সের অভাব তীব্র। এর সঙ্গে আছে আইসিইউ, অক্সিজেন এবং ওষুধের সংকট। এসব কারণে রোগীরা যথাযথ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
হাসপাতালে সিট পাচ্ছেন না। মেঝেতে রাখা হলেও ডাক্তার আসছেন না। প্রয়োজন হলে রোগীকে অক্সিজেন দেওয়া যাচ্ছে না। এ পরিস্থিতিতে চিকিৎসাসেবা পাওয়ার জন্য রোগী ও তাদের স্বজনরা হাহাকার করছেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তেমন কোনো কাজ হচ্ছে না। অনেক সময় জীবন বাঁচাতে রোগী মেঝেতে রেখেও চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।
রাজধানী বা বিভাগীয় শহরগুলোর বাইরে জেলা বা উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার অবস্থা আরও শোচনীয়। কাজেই জীবন বাঁচাতে রোগীরা উপজেলা থেকে জেলায় এবং জেলা থেকে রাজধানীর দিকে ছুটে আসছেন। এ কারণে ঢাকার কোনো কোনো হাসপাতালে শয্যার তুলনায় অতিরিক্ত রোগীর সেবা দেওয়া হচ্ছে। তারপরেও সবার ভাগ্যে জুটছে না কাঙ্ক্ষিত শয্যা। মঙ্গলবার করোনা আক্রান্ত হয়েছেন ১৪৯২৫ জন, মারা গেছেন ২৫৮ জন। এর আগের দিন শনাক্ত ১৫ হাজার ১৯২ এবং মৃত্যু হয়েছে ২৪৭ জনের। রোববার শনাক্ত হয়েছে ১১ হাজার ২৯১, মারা গেছেন ২২৮ জন। এমন পরিস্থিতিতে দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট কোভিড ডেডিকেটেড শয্যা আছে ১৫ হাজার ৭১৯টি। এর মধ্যে কাগজে-কলমে খালি আছে ৫৬৭৬টি। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। যেসব হাসপাতালের শয্যা খালি রয়েছে সেগুলোতে মূলত চিকিৎসা ব্যবস্থা একেবারেই নাজুক। ফলে দেশজুড়ে একধরনের হাহাকার চলছে।
বিশেষজ্ঞরা বলছেন, দেশে কোভিড পরিস্থিতি এক প্রকার অনিয়ন্ত্রিত। সংক্রমণের হার কোনোভাবেই কমানো যাচ্ছে না। ফলে মৃত্যুও কমছে না। তাই রাজধানীসহ দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে অন্তত একটি করে ফিল্ড হাসপাতাল স্থাপন করা জরুরি বলে তারা মনে করছেন। যেখানে সব শয্যায় অক্সিজেনের নিশ্চয়তা থাকবে।
স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্যে দেখা যায়, ঢাকা বিভাগে কোভিড রোগীর নির্ধারিত শয্যা সংখ্যা ৭২২৫টি, এর মধ্যে কাগজে-কলমে খালি আছে ২১৮৩টি; চট্টগ্রাম বিভাগে শয্যা আছে ২৭৭০টি, খালি আছে ১২১১টি; রাজশাহী বিভাগে শয্যা আছে ১৪৬৬টি, খালি আছে ৪৪৪টি; রংপুর বিভাগে শয্যা ১০৪১টি, খালি ৫৪২টি; খুলনা বিভাগে শয্যা ১৬৯১টি, খালি আছে ৮৪১টি; বরিশাল বিভাগে শয্যা ৬২০টি, খালি ৮৫টি এবং সিলেট বিভাগে শয্যা ৪৩০টি, খালি আছে ২০৭টি।
স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য দেখা যায়, ২৬ জুলাই রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে শয্যা ১৬৯টি, খালি ৬; কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শয্যা ২৭৫, সেখানে অতিরিক্ত ভর্তি আছেন ৮৬ রোগী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা ৭০৫, খালি ৮টি; শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা ২৬৩টি, খালি আছে ৪৬টি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শয্যা ২৩০টি, খালি আছে ২০টি। ঢাকার বাইরে চট্টগ্রাম মেডিকেল কলেজে শয্যা ৩০০টি, খালি ১৭টি; চট্টগ্রাম জেনারেল হাসপাতালে শয্যা ১৪০টি, খালি ২টি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা ২১০টি, খালি ৬টি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা ৪৩৪টি, খালি ৫৫টি। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা ২৩০, খালি ৭টি। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭৮টি, খালি ১৭টি; বরগুনা সদর হাসপাতালে ৫০ শয্যার বিপরীতে চিকিৎসা দেওয়া হচ্ছে ৬৭ জনকে। সিলেটে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে শয্যা ৮৪টি, খালি আছে ৫টি।
সংশ্লিষ্টরা জানান, এসব হাসপাতালে কয়েক দফা সাধারণ ও আইসিইউ শয্যাও বাড়ানো হয়েছে। তারপরেও সরকারি-বেসরকারি মিলিয়ে ১৯টি হাসপাতালে কোনো আইসিইউ শয্যা ফাঁকা নেই। রাজধানীতে চিকিৎসাধীন কোভিড রোগীর ৭৫ শতাংশই আসছে ঢাকার বাইরে থেকে।
খোঁজ নিয়ে জানা গেছে, কোভিড মহামারির শুরু থেকেই দেশের বৃহৎ চিকিৎসা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে কোভিড ডেডিকেটেড ঘোষণা করা হয়। ওই সময় ৫৮০ শয্যা কোভিড রোগীদের জন্য ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে রোগী বাড়লে এর সঙ্গে আরও ২০০ শয্যা যুক্ত করা হয়। কোভিড রোগীদের চিকিৎসার বাইরে রেফারকৃত জরুরি সার্জারির রোগী ও নবজাতক রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
সরকারি পর্যায়ে রাজধানীর আরেকটি বড় চিকিৎসা প্রতিষ্ঠান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালটিও কোভিড ডেডিকেটেড অর্থাৎ এটি কোভিড রোগীদের জন্য নির্ধারিত। ৮৫০ শয্যার এই হাসপাতালের ৫০০ শয্যায় কোভিড রোগীদের সেবা দেওয়া হয়। এই শয্যাগুলোতে কেন্দ্রীয়ভাবে অক্সিজেনের লাইন সংযোগ দেওয়া আছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আহমদ পারভেজ জাবীন যুগান্তরকে বলেন, রাজধানীসহ বড় শহরের হাসপাতলে রোগীর চাপ বেশি। আবার অনেক জেলা বা উপজেলা পর্যায়ের হাসপাতালে রোগী যাচ্ছে না। অনেকে বাসায় অক্সিজেন নিয়ে চিকিৎসার চেষ্টা করছে। এখন পরিস্থিতি সামাল দিতে ফিল্ড হাসপাতাল বাড়াতে হবে। গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভারে ফিল্ড হাসপাতাল স্থাপন জরুরি। এছাড়া বিভাগীয় পর্যায়ে সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে ফিল্ড হাসপাতাল দ্রুত স্থাপন করতে হবে। অন্যথায় কোভিড ভয়াবহ রূপ ধারণ করবে।
এদিকে জেলা ও উপজেলা থেকে রোগীরা কেন ঢাকামুখী জানতে চাইলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, মূলত জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর তীব্র সংকট রয়েছে। এতে ওইসব হাসপাতালে চিকিৎসা কার্যক্রম চালানো সম্ভব হয় না। কিন্তু উপরের নির্দেশে কোভিড রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ফলে রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই জীবন বাঁচাতে তারা বিভাগীয় শহর বা রাজধানীর দিকে ছুটে আসছেন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এইচআরএম ইউনিটের এইচআরএইচ ডেটা শিট ২০১৯ এর তথ্য অনুযায়ী, আমাদের দেশে স্বাস্থ্য খাতে জনবল সংকটও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে এক বড় অন্তরায়। দেশে প্রতি ১০ হাজার মানুষের জন্য আছেন ৩ দশমিক ৮ জন চিকিৎসক এবং ১ দশমিক ৭ জন নার্স। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, আমাদের মতো দেশে প্রতি ১০ হাজার মানুষের মোটামুটি মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানের জন্য চিকিৎসক, নার্স ও ধাত্রী মিলে থাকতে হবে ২৩ জন। কিন্তু আমাদের আছে মাত্র ৮ দশমিক ৩ জন। পাশের দেশ ভারতে ১৮ দশমিক ৫, ভুটানে ১৯ দশমিক ৩, থাইল্যান্ডে ২৮, নেপালে ৩৩ দশমিক ৫, শ্রীলঙ্কায় ৩৬ দশমিক ৮ আর মালদ্বীপে ১১৮ জন। অপরদিকে একজন চিকিৎসকের সঙ্গে ৩ জন নার্স ও ৫ জন স্বাস্থ্যকর্মী থাকার কথা। কিন্তু আমাদের আছে দশমিক ৩ জন নার্স আর দশমিক ৬ জন স্বাস্থ্যকর্মী। এই স্বল্প জনবলের মধ্যেও আবার ২০১৯ সালে ২৭ দশমিক ২৭ শতাংশ পদই শূন্য ছিল (এইচআরএইচ ডেটা শিট ২০১৯; এইচআরএম ইউনিট, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়)। আমাদের দেশে স্বাস্থ্য খাতে জনবল সংকটও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে এক বড় অন্তরায়।
এ প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যেভাবে রোগী বাড়ছে তাতে হাসপাতালে শয্যা সংকট দেখা দিতে পারে। ইতোমধ্যে ৮০ শতাংশ শয্যায় রোগীতে ভর্তি হয়ে আছে। তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিল্ড হাসপাতাল প্রস্তুত হচ্ছে। আগামী সাত দিনের মধ্যে চালু করতে পারব। আশা করছি আগামী শনিবার থেকে আমরা রোগী ভর্তি করতে পারব।
সম্পাদক :
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬ 
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Narayanganj , Dhaka , Bangladesh , Thailand , India , Mymensingh , Bangladesh-general- , Maldives , Khulna , Nepal , Kurmitola , Sri-lanka

রাজধানীতে

রাজধানীতে
banglanews24.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from banglanews24.com Daily Mail and Mail on Sunday newspapers.

Kurmitola , Bangladesh-general- , Bangladesh , Multan , Punjab , Pakistan , Dhaka , Kuril-biswa , Kuril-bishwa , Hospital-police-camp , District-varuna , Prince-rana

প্রিয় | ইন্টারনেট লাইফ

প্রিয় | ইন্টারনেট লাইফ
priyo.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from priyo.com Daily Mail and Mail on Sunday newspapers.

Kurmitola , Bangladesh-general- , Bangladesh , Kuwait , Dhaka , Comilla-titus , Arafat-hussain , Rahima-begum , Health-directorate , Dhaka-medical-college , College-hospital , Bmw

প্রিয় | ইন্টারনেট লাইফ

প্রিয় | ইন্টারনেট লাইফ
priyo.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from priyo.com Daily Mail and Mail on Sunday newspapers.

Kurmitola , Bangladesh-general- , Bangladesh , Kuwait , Dhaka , Comilla-titus , Arafat-hussain , Rahima-begum , Health-directorate , Dhaka-medical-college , College-hospital , Bmw

A Snapshot of life: Tested positive, negative and the trouble

A Snapshot of life: Tested positive, negative and the trouble
thedailystar.net - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from thedailystar.net Daily Mail and Mail on Sunday newspapers.

Kurmitola , Bangladesh-general- , Bangladesh , Kuwait , Health-services , Bangladesh-army-stadium , Army-stadium , Hazrat-shahjalal-international-airport , Kurmitola-general-hospital , Kuwait-bangladesh-friendship-hospital , குர்மிடோலா

রাজধানীর ফাঁকা রাস্তায় প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর ফাঁকা রাস্তায় প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত
bd-pratidin.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from bd-pratidin.com Daily Mail and Mail on Sunday newspapers.

Kurmitola , Bangladesh-general- , Bangladesh , Dhaka , Junaid-ahmed , Kuril-biswa , Kuril-bishwa , Dhaka-medical-college , Hospital-police-camp , Yet-kuril-biswa , District-varuna , Prince-rana

৭ আগস্ট থেকে গ্রামে গ্রামে করোনা টিকা | 1057108 | কালের কণ্ঠ


করোনার টিকা দেওয়ায় গতি বাড়ছে আগামী ৭ আগস্ট থেকে। দিনে সাড়ে আট লাখ করে প্রতি সপ্তাহে ৬০ লাখ মানুষকে টিকা দেওয়া হবে। এ জন্য দেশে বিদ্যমান সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কার্যকর করা হবে কভিড টিকার ক্ষেত্রেও। গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্য অস্থায়ী টিকাদানকেন্দ্রগুলোকেও কাজে লাগানো হবে। স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরাও টিকাদান কার্যক্রমে অংশ নেবেন।
প্রয়োজনে অতি বয়স্ক এবং যাঁরা চলাফেরা করতে পারেন না, তাঁদের বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এ ক্ষেত্রে নিবন্ধনপ্রক্রিয়া আরো সহজতর হবে। জাতীয় পরিচয়পত্র নিয়ে এসব কেন্দ্রে হাজির হলেই পাওয়া যাবে টিকা। এরই মধ্যে এ জন্য মাঠ পর্যায়ে প্রস্তুতি শুরু হয়ে গেছে। কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সারা দেশে। পাশাপাশি কভিড টিকা ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কেন্দ্রীয় কর্মকর্তারাও বেরিয়ে পড়েছেন মাঠের প্রস্তুতি দেখতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মাঠ পর্যায়ে টিকাদান কার্যক্রম দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন।
এদিকে টিকা দেশে আসা এবং টিকা দেওয়ায় গতি বাড়াতে এসব পরিকল্পনা সাজানো হলেও এখন পর্যন্ত যাঁরা নিবন্ধন করেছেন, তাঁদের বড় একটি অংশ টিকা দেওয়ার দিনক্ষণ জানতে না পারায় তাঁদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। কেউ কেউ অভিযোগ করেছেন, দু-তিন সপ্তাহ আগে নিবন্ধন করেও এখনো টিকার দিনক্ষণের এসএমএস পাননি। তবে নীতিনির্ধারকরা বলছেন, প্রবাসীদের অগ্রাধিকার দিতে গিয়ে কিছু কেন্দ্রে অন্যদের টিকার তারিখ পেতে দেরি হচ্ছে। দ্রুত এ সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
তথ্য ঘেঁটে দেখা যায়, এ দফায় গত ৭ জুলাই থেকে দেশে কভিড টিকার প্রথম ডোজ নেওয়ার জন্য নিবন্ধন শুরু হওয়ার পর থেকে গতকাল সোমবার দুপুর আড়াইটা পর্যন্ত নিবন্ধন করেছেন ৫১ লাখ ৮৪ হাজার ৭৪৮ জন। এর মধ্যে গতকাল পর্যন্ত টিকা নিতে পেরেছেন ১৬ লাখ ৫২ হাজার ১০ জন বা ৩১.৮৬ শতাংশ। আর দেশে এ পর্যন্ত মোট (গতকাল বিকেল পর্যন্ত) নিবন্ধন হয়েছে এক কোটি ২৬ লাখ ১২ হাজার ৪৪৭ জনের, যাঁদের মধ্যে মোট টিকা পেয়েছেন (প্রথম ডোজ) ৭৭ লাখ ৭৭ হাজার ৪৩০ জন (৭০ শতাংশ)। প্রথম ডোজ পাওয়া ব্যক্তিদের মধ্য থেকে এ পর্যন্ত মোট দ্বিতীয় ডোজ সম্পন্ন হয়েছে ৪৩ লাখ ১০ হাজার ৪৪৩ জনের। এ ক্ষেত্রে পূর্বনির্ধারিত সময় পেরিয়ে গেলেও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নেওয়া ১৫ লাখ ২১ হাজার ৯২৯ জন ওই টিকার দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন।
গতকাল এক দিনে টিকা নিয়েছেন প্রথম ডোজ হিসেবে দুই লাখ ১৭ হাজার ৫৮ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন চার হাজার ৪৭৮ জন। সব মিলিয়ে গতকাল পর্যন্ত দেশে মোট এক কোটি ২০ লাখ ৮৭ হাজার ৮৭৩ ডোজ টিকা দেওয়া হয়েছে।  
জানতে চাইলে কভিড টিকা ব্যবস্থাপনা কমিটির সমন্বয়কারী ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘আমরা প্রতি সপ্তাহে ৬০ লাখ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছি। লকডাউন শেষে হলেই আশা করছি আগামী ৭ আগস্ট থেকে ওই পরিকল্পনা অনুসারে বিশেষ ক্যাম্পেইন আকারে মাঠ পর্যায়ে টিকা দেওয়া শুরু হয়ে যাবে। এ ক্ষেত্রে যখন যে এলাকায় শিডিউল থাকবে সেই এলাকার ১৮ ঊর্ধ্ব সবাইকে টিকা দেওয়া শেষ করে অন্য এলাকায় যাওয়া হবে, যাতে সেখানকার কেউ টিকা ছাড়া না থাকে। এ ক্ষেত্রে ওই এলাকার সবাই টিকার আওতায় এসে যাবে। এ জন্য ওই এলাকায় আগে প্রচার-প্রচারণা চালানো হবে। জাতীয় পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে এলেই টিকা দেওয়া হবে। টিকাদানকর্মীরা শিথিল পন্থায় নিবন্ধনের কাজটি সেরে নেবেন।’
এদিকে গত দু-তিন সপ্তাহ আগে টিকার জন্য নিবন্ধন করেও এখনো যাঁরা এসএমএস পাননি, তাঁদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষও পড়েছে চাপের মুখে। নিবন্ধনকারীরা নানাভাবে তাদের ওপর ক্ষোভ প্রকাশ করছেন। প্রতিদিন অনেকেই ভিড় করছেন বিভিন্ন হাসপাতালে।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেওয়ার জন্য গত ৮ জুলাই সুরক্ষা অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করেন বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা ফাতেমা আক্তার। গতকাল পর্যন্ত তিনি কোনো এসএসএম পাননি। ক্ষুব্ধ ফাতেমা আক্তার বলেন, ‘নিবন্ধন করে ১৮ দিনেও যদি এসএমএস না পাই তবে টিকার প্রতি মানুষের আগ্রহ থাকবে কিভাবে! এটা তো খুবই অব্যবস্থাপনার নজির। যদি ওই কেন্দ্রে চাপ বেশি থাকে তবে আমাদের অন্য কেন্দ্রে পাঠানো হোক কিংবা বিকল্প কোনো ব্যবস্থা করে টিকা দেওয়া হোক; তাহলে তো স্বস্তি পাই।’
স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, ‘প্রবাসী আর অন্যদের টিকা একই কেন্দ্রে না রেখে প্রয়োজনে আলাদা ব্যবস্থা করা যেতে পারে, যেমনটা করা হচ্ছে কভিড টেস্টের ক্ষেত্রে। বিভিন্ন স্টেডিয়াম বা বড় অডিটরিয়ামগুলো এসব কাজে ব্যবহার করা যায় সহজেই। চাইলে দু-এক দিনের মধ্যেই সব প্রবাসীর টিকা দেওয়া শেষ করা সম্ভব। কিন্তু কেন সেটা করা হচ্ছে না তা আমরাও বুঝতে পারছি না।’
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘আমার এখানে প্রায় ২০ হাজার নিবন্ধন করা আছে। এ ক্ষেত্রে প্রবাসী কর্মীদের অগ্রাধিকার দিতে হচ্ছে। আমাদের সেন্টারে দিনে এক হাজার ২০০ প্রবাসী কর্মী ও ১০০ জন অন্য মানুষকে টিকা দিতে পারছি। ফলে এ ধরনের জট লেগে গেছে। প্রবাসী কর্মীদের টিকা দেওয়া শেষ হলে অন্যদের জট কেটে যাবে। তবে এ ক্ষেত্রে হয়তো আরো পাঁচ-সাত দিন এই সমস্যা থাকবে।’
এ বিষয়ে ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘ঢাকায় সাতটি কেন্দ্রে প্রবাসী কর্মীদের ভিড় বেশি থাকায় এই কেন্দ্রগুলোতে অন্য নিবন্ধনকারীদের বেশি সময় অপেক্ষা করতে হবে। আমরা এ সমস্যা কমাতে এই হাসপাতালগুলোতে বুথ বাড়ানোর চেষ্টা করছি, যাতে মানুষের অপেক্ষার পালা কমিয়ে আনা যায়।’ তিনি আরো বলেন, ‘ঢাকার বাইরের বিভিন্ন জেলায় বসবাসকারী অনেকে নিজ নিজ এলাকা রেখে ঢাকায় এসে টিকা দিতে নিবন্ধন করছেন এবং ভিড় করছেন। এতে সমস্যা আরো বেড়েছে। সবাই যদি যার যার এলাকায় টিকা দিতেন তবে ঢাকায় চাপ কমত।’
এদিকে জট কমানোর জন্য যেসব কেন্দ্রে বেশি নিবন্ধনকারী রয়েছেন, তাঁদের তুলনামূলক কম চাপ আছে এমন সব কেন্দ্রে টিকা দেওয়ার সুযোগ রাখা বা কেন্দ্র পরিবর্তনের জন্য অনেকে পরামর্শ দিচ্ছেন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘কেন্দ্র পরিবর্তনের সুযোগ আগে ছিল। তখন নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছিল বলেই এটা বন্ধ করা হয়েছে। কেন্দ্র পরিবর্তন করলে অনেক ধরনের কারিগরি বিশৃঙ্খলা দেখা যায়; পক্ষান্তরে যা আবার সেই টিকাগ্রহীতাদের ভোগান্তিরও কারণ হয়। বরং সবাই যদি কিছুটা ধৈর্য ধরেন তবে দ্রুত সময়ের মধ্যেই টিকা পেয়ে যাবেন।’
অন্যদিকে হাতে যখন যে টিকা থাকে তা দ্রুত মানুষকে দিয়ে দেওয়ার জন্য দিনে আট-দশ লাখের বেশি টিকা দেওয়া যায় কি না এমন প্রশ্নে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘টিকা দেশে আসার ক্ষেত্রে আগের তুলনায় গতি বেড়েছে সেটা ঠিক, কিন্তু যা আসছে সেটা তো আরেক হিসাবে খুব বেশি নয়। এক দিনে অনেক বেশি টিকা দিয়ে ফেলার মতো অবস্থায় এখনো আমরা আসিনি।’
তিনি বলেন, ফ্রন্টলাইনারদের সন্তানদের মধ্যে যাঁদের বয়স ১৮ বছরের ওপরে, তাঁদের টিকা দেওয়ার বিষয়টিতে কিছুটা জটিলতা আছে। তাঁদের আলাদা করে শনাক্ত করার প্রক্রিয়া কিছুটা সময়সাপেক্ষ। এ জন্যই এখনো তাঁদের নিবন্ধন করা যাচ্ছে না। এটা কিভাবে সহজ করা যায়, সেটা ভাবা হচ্ছে। তবে ক্যাম্পেইনের আওতায় যখন প্রতিটি এলাকায় টিকা দেওয়া হবে, তখন এমনিতেই ১৮ বছরের ওপরের সবাই টিকা পেয়ে যাবেন।
এদিকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নেওয়া যে ১৫ লাখ ২১ হাজার ৯২৯ জন দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন, তাঁদের জন্য কিছুটা হলেও সুখবর মিলছে। এই টিকার জোগান বিলম্বিত হওয়ায় সরকার এত দিন তা দিতে না পারলেও দুই দিন আগে জাপান থেকে দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে এসেছে; দু-এক দিনের মধ্যে যা দিয়ে আবারও দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
টিকা, জনবল ও অক্সিজেনের সংকট থাকছে না
গতকাল মন্ত্রিসভার বৈঠক থেকে বেরিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন দ্রুত সময়ের মধ্যে জেলা-উপজেলায় কভিডের টিকা চালু করার জন্য। এ ছাড়া বয়স্কদের অগ্রাধিকার দিতে বলেছেন। এখন পর্যন্ত ২১ কোটি টিকা পাওয়ার ব্যবস্থা হয়েছে। জনবলসংকট কাটাতে শিগগিরই চার হাজার ডাক্তার ও চার হাজার নার্স নিয়োগ দেওয়া হবে। অক্সিজেনসংকট কাটাতে প্রতি সপ্তাহে আসবে ২০০ টন করে অক্সিজেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কাল-পরশু (আজ-কাল) চীন থেকে আরো ৩০ লাখ ডোজ সিনোফার্মের টিকা আসবে। এ ছাড়া আগস্ট মাসে কোভ্যাক্স সুবিধার আওতায় ফাইজার-বায়োএনটেকের আরো ৬০ লাখ ডোজ টিকা আসছে। এ ছাড়া পর্যায়ক্রমে অন্য কয়েকটি সোর্স থেকে টিকা আসবে। ফলে টিকার সংকট থাকছে না।’
এই রকম আরো খবর

Kurmitola , Bangladesh-general- , Bangladesh , Japan , Dhaka , National-identity , Plan-price-special-campaign , Center-other , Health-directorate , Management-committee , Centera-instructions

টিকা গ্রামে যাচ্ছে ৭ আগস্ট থেকে | 1057069 | কালের কণ্ঠ

টিকা গ্রামে যাচ্ছে ৭ আগস্ট থেকে | 1057069 | কালের কণ্ঠ
kalerkantho.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from kalerkantho.com Daily Mail and Mail on Sunday newspapers.

Kurmitola , Bangladesh-general- , Bangladesh , Japan , Dhaka , National-identity , Plan-price-special-campaign , Center-other , Health-directorate , Management-committee , Centera-instructions


kalerkantho.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from kalerkantho.com Daily Mail and Mail on Sunday newspapers.

Khulna , Bangladesh , Kurmitola , Bangladesh-general- , Kuwait , John-rajshahi , Mushtaq-hussain , Barisal-john , Health-doe-advisor , Division-john , Health-do , View-for