Detailed description is মানবিক মানুষের সর্বজনীন সেবা কেন্দ্র আর্ত মানবতার মহান ব্রতকে সামনে নিয়ে প্রতিষ্ঠিত ইউএইচএইচ সুস্থ, সুন্দর ও শান্তির পৃথিবী গড়তে চায়। পৃথিবীর সব জায়গায় যারা মাটি ও মানুষের পাশে দাঁড়ায় তাদেরকে একটি বিন্দুতে একত্রিত করে একটি সর্বজনীন মানবিক সেবা কেন্দ্র নির্মাণ করতে চায়। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও মানবিক পৃথিবীর স্বপ্ন বাস্তবায়ন করতে চায়। ইউএইচএইচ যদিও বৈশ্বিক পরিমণ্ডলে তার কাজকে সম্প্রসারিত করার স্বপ্ন দেখছে তবে এ স্বপ্নগুলোর বীজ মতৃভূমী বাংলাদেশেই প্রথমে বপন করতে বেশী আগ্রহী। ইউএইচএইচ ক্ষুদা, দারিদ্রতামুক্ত, সুস্থ ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। তবে ইউএইচএইচ এর বর্তমান প্রধান কাজ হল অসহায়, বিপন্ন ও অনোন্যপায় মানুষের স্বাস্থসেবা নিশ্চিত করা।ইউএইচএইচ বিশ্বাস করে যে একজন সুস্থ মানুষই সুস্থ ও সুন্দর পৃথিবী নির্মাণ করতে পারবে। এ লক্ষ্যকে বাস্তবায়নে ইউএইচএইচ ৫ বছরের মধ্য মেয়াদী পরিকল্পনা করেছে।ইউএইচএইচ আগামী ৫ বছরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ৫০০০০ (পঞ্চাশ হাজার) অসহায় ও দরিদ্র মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবে। ইউএইচএইচ তার এ ভিশন বাস্তবায়নে আপনাদের সকলের সহযোগিতা ও ভালবাসা কামনা করে।
Established in the recent years Universal Help Hub - UHH in dhaka, dhaka in bangladesh.
This well-known establishment acts as a one-stop destination servicing customers both local and from other parts of the city...