vimarsana.com


জাতীয়
কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী আশু আলী নিহত
স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
কক্সবাজার: কক্সবাজার শহরের চিহ্নিত সন্ত্রাসী আশরাফ আলী ওরফে আশু আলী (২৫) র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে দুটি বন্দুক ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শনিবার (১৭ জুলাই) ভোরে শহরের ৬ নম্বর ওয়ার্ডের সাহিত্যিকা পল্লী বড়বিল মাঠে এ বন্দুকযুদ্ধ হয়। সকালে র‌্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
সন্ত্রাসী আশু আলী বিজিবি ক্যাম্প ফরেস্ট অফিস পাড়ার জাফর আলমের ছেলে।  
র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিডিআর ক্যাম্প এলাকায় অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পের সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ ও অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
এর আগে ২০১৯ সালে তার বাহিনীর প্রধান আমির খান  পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়।  
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
এসবি/আরএ

Related Keywords

Bangladesh ,Jafar Alam ,Aamir Khan ,Abdullahm Sheikh ,Camp Forest Office ,Cox City ,Ashraf Ali ,Ward Rural ,Forest Office ,Legal Law ,பங்களாதேஷ் ,ஜாஃபர் ஆலம் ,அமீர் காந் ,அஷ்ரஃப் அலி ,காடு அலுவலகம் ,சட்டப்பூர்வமானது சட்டம் ,

© 2025 Vimarsana

vimarsana.com © 2020. All Rights Reserved.