vimarsana.com


বিএসএমএমইউ প্রো-ভিসি ডা. ছয়েফ উদ্দীনের যোগদান
স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, আগস্ট ৩, ২০২১
ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে যোগদান করেছেন একই বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. ছয়েফ উদ্দীন আহমদ।
যোগদান ও দায়িত্বভার গ্রহণের পর নবনিযুক্ত উপ-উপাচার্য এদিন বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ব্লকে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ও ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ জাতির পিতাসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
 
গত ৭ জুলাই তিন বছরের জন্য দেশ বরেণ্য এ ল্যাপারোস্কোপিক ও ক্যান্সার সার্জনকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার।  
তিনি একজন সৎ, নিষ্ঠাবান ও দেশপ্রেমিক কর্মকর্তা হিসেবে সুবিদিত। পেশাগত নানা গুরুদায়িত্ব পালনের পাশাপাশি তিনি নানা পেশাগত সংগঠনের সঙ্গে সক্রিয়।  
তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর প্রতিষ্ঠাতা ক্রীড়া সম্পাদক (১৯৮৩), সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি (১৯৮৪-৮৫) এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের কার্যকরী পরিষদের নির্বাচনে (২০০৩) প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। তিনি এ বিশ্ববিদ্যালয়ের তিনবারের সিন্ডিকেট মেম্বার, বাংলাদেশ সোসাইটি অব ব্রেস্ট সার্জনসের সভাপতি, এশিয়ান সোসাইটি অব ব্রেস্ট সার্জনসের ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ সোসাইটি অব সার্জনস ও বাংলাদেশ সোসাইটি অব ল্যাপারোস্কোপিক সার্জনসের কার্যকরী কমিটির সদস্য।  
এছাড়া তিনি বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও বাংলাদেশ মেডিক্যাল রিচার্স কাউন্সিল (বিএমআরসি) কর্তৃক প্রকাশিত জার্নালের রিভিও প্যানেলের মেম্বার।
তিনি দীর্ঘদিন যাবত নিজ বাড়ি মৌলভীবাজার জেলায় ও নানা বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় স্থাপিত যথাক্রমে ‘সাহেব বাড়ি ফাউন্ডেশন’ ও ‘মুতিউর রহমান চৌধুরী স্মৃতি সংসদ’-এর মাধ্যমে দুস্থ, অস্বচ্ছল ও অসহায় রোগীদের বিনামুল্যে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২১
এমআইএইচ/আরবি

Related Keywords

Bangladesh ,Sylhet District ,Sylhet ,Habiganj ,Baniachang ,Bangladesh General ,Baghdad ,Iraq ,Dhaka , ,Sheikh Letters Medical University ,Bangladesh Society Ab ,Syndicate Member ,Bangladesh Medical Reuters Council ,Osmani Medical College ,He Bangladesh Medical Association ,Bangladesh Society Ab Brest ,Rhea University ,Asian Society Ab Brest ,Letters Medical University ,Din Ahmad ,Vice Chancellor Tuesday University ,Mujib Rahman ,For Country Baghdad ,Sports Editor ,Bangladesh Society Ab Brest President ,பங்களாதேஷ் ,ஸைலெட் மாவட்டம் ,ஸைலெட் ,ஹபீகாஞ்ச் ,பாக்தாத் ,இராக் ,டாக்கா ,கூட்டமைப்பு உறுப்பினர் ,ஒஸ்மணி மருத்துவ கல்லூரி ,ஹே பல்கலைக்கழகம் ,முஜிப் ரஹ்மான் ,விளையாட்டு ஆசிரியர் ,

© 2024 Vimarsana

vimarsana.com © 2020. All Rights Reserved.