শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ মোকাবেলায় ঘর থেকে বের হতে পারছে না মানুষজন। গতকাল শনিবার উপজেলা পরিষদ মাঠে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ থেকে পৌরসভা এলাকা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় আড়াই হাজার অসহায়, গরীব ও কর্মহীন মানুষের মধ্য প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সহায়তায় বিতরণ করা হয়েছে। এসময় প্রত্যেক পরিবারের হাতে ১০ কেজি চাল ও নগদ অর্থ তুলে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুত্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড.মো. আব্দুস শহীদ এমপি।
উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, সহকারি কমিশনার (ভূমি) মো. নেসার উদ্দিন, ওসি (অপারেশন) নয়ন কারকুন, ক্যাপ্টেন সালমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সদর ইউনিয়ন চেয়ারম্যান ভানু লাল রায় প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত চলমান লকডাউনে ইতিমধ্যে বিভিন্ন ধাপে এ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২০ হাজার পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এছাড়া ঈদুল আযহাকে সামনে রেখে আরও প্রায় ১৩ হাজার পরিবারকে সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হবে।
আব্দুস শহীদ এমপি বলেন, ‘এই করোনা দুর্যোগে ঘরে খাবার নেই এ কথা যেন কেউ বলতে না পারে। তার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে উপজেলার প্রতিটি কর্মহীন দরিদ্র মানুষের ঘরে ঘরে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি।’
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।