vimarsana.com


লেখক ও সাহিত্যিক, ব্লগার ও সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখা ‘পেন বাংলাদেশ’র নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কথাসাহিত্যিক ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ ও সাধারণ সম্পাদক হয়েছেন কথাসাহিত্যিক মুহাম্মদ মহিউদ্দিন। 
সহ-সভাপতি পদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্বজিৎ ঘোষ, ড. আহমেদ রেজা, মালেকা ফেরদৌস, সালমা বানী ও কবি শামীম রেজা নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার (১০ জুলাই) সংগঠনটির বার্ষিক সাধারণ সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২১-২০২৩ মেয়াদের জন্য নতুন এই কমিটি গঠিত হয়েছে।
নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফেরদৌসি মাহমুদ ও লাভলি তালুকদার, কোষাধ্যক্ষ পদে শাকিরা পারভিন, প্রচার সম্পাদক পদে সাংবাদিক মহসীন হাবিব এবং অফিস সম্পাদক পদে জাহিদ সোহাগনির্বাচিত হয়েছেন।
এ ছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন- পারভেজ হোসেন, মোহাম্মদ মহসীন, হামীম কামরুল হক, আনিস মোহাম্মদ, মাসুদ হাসান ও জাহানারা পারভীন।
উল্লেখ্য, দেশভাগের পর ১৯৪৮ সালে যাত্রা শুরু করে পেন ইন্টারন্যাশনালের শাখা ‘পাকিস্তান পেন’। ওই সময় এর সভাপতি ছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আলী আহসান। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এর নামকরণ করা হয় ‘পেন বাংলাদেশ’।
এই রকম আরো খবর

Related Keywords

Bangladesh ,Pakistan ,Jahanara Parvin ,Masud Hassan ,Shamim Reza ,Muhammad Shahidullah ,Kazi Anis Ahmed ,Shakira Parvin ,Kazi Anis ,Maleka Ferdous ,A Syed Ali Ahsan ,Ahmed Reza ,Pervez Hussain ,International Bangladesh Branch ,Mohshin Habibe Office Editor Post ,Tagore University Vc Biswajit Ghosh ,International Branch Pakistan ,New President Kazi Anis ,Bangladesh Branch ,New President ,English Daily ,President Post Tagore University ,For New ,Treasurer Post Shakira Parvin ,Editor Post ,Mohshin Habib ,Office Editor Post ,Branch Pakistan ,Syed Ali Ahsan ,Bangladesh Independent ,பங்களாதேஷ் ,பாக்கிஸ்தான் ,ஜஹனாரா பாருவின் ,மசூத் ஹாசன் ,ஷமிம் ரெஸ ,கேஸீ அனிஸ் ,பெறுவேஜ் ஹுசைன் ,பங்களாதேஷ் கிளை ,புதியது ப்ரெஸிடெஂட் ,ஆங்கிலம் தினசரி ,க்கு புதியது ,சையத் அலி குசன் ,

© 2024 Vimarsana

vimarsana.com © 2020. All Rights Reserved.