vimarsana.com


বঙ্গবন্ধু অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন মো. নজরুল
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৬:২৩, ৯ জুলাই ২০২১  
আপডেট: ০৮:৩১, ৯ জুলাই ২০২১
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল মো. নজরুল ইসলাম, বিএসপি, এনএসডব্লিউসি, পিএসসি।
বৃহস্পতিবার (৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের এ প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ভাইস চ্যান্সেলর হিসেবে তার মেয়াদ হবে চার বছর। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদক শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবে।
এই পদে তিনি বিধি মোতাবেক বর্তমান পদের  সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
ইয়ামিন/নাসিম
আরো পড়ুন  

Related Keywords

Sheikh Mujibur Rahman ,Education Ministry ,Aerospace University ,Cit Aviation University ,Mujibur Rahman Aviation ,Shoes Islam ,ஷேக் முஜிபூர் ரஹ்மான் ,கல்வி அமைச்சகம் ,விண்வெளி பல்கலைக்கழகம் ,முஜிபூர் ரஹ்மான் விமான போக்குவரத்து ,

© 2025 Vimarsana

vimarsana.com © 2020. All Rights Reserved.