vimarsana.com


এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের আয় বেড়েছে ৩০ শতাংশ
প্রকাশিত: ১২:৩৯, ১০ জুলাই ২০২১  
শেয়ারবাজারে তালিকাভুক্ত এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২১) ও অর্ধবার্ষিক (জানুযারি-জুন, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৩০ শতাংশ।
শনিবার (১০ জুলাই) কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাব বছেরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৬৯ পয়সা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২১ পয়সা বা ৩০ শতাংশ।
এদিকে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকীতে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৫১ পয়সা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৪৬ পয়সা বা ৩০ শতাংশ।
২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৭৯ পয়সা।
ঢাকা/এনটি/রফিক
সম্পর্কিত বিষয়:
আরো পড়ুন  

Related Keywords

Asia Pacific , ,Asia Pacific Insurance ,ஆசியா பெஸிஃபிக் ,ஆசியா பெஸிஃபிக் காப்பீடு ,

© 2025 Vimarsana

vimarsana.com © 2020. All Rights Reserved.