vimarsana.com


চাঁদপুরে অর্ধশত গ্রামে আজ ঈদ
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৭:৫৫, ২০ জুলাই ২০২১  
আপডেট: ০৮:০৬, ২০ জুলাই ২০২১
ফাইল ছবি
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ মঙ্গলবার (২০ জুলাই) চাঁদপুরের অর্ধশত গ্রামে পবিত্র ঈদুল আযহা উদযাপন করবেন মুসলিম সম্প্রদায়ের একাংশ।
জানা যায়, এ দিন ফরিদগঞ্জের মুন্সিহাট বাজার বড় মসজিদে ইমামতি করবেন মাওলানা মাহবুবুর রহমান, হাজীগঞ্জের সাদ্রা মাদরাসা মাঠে মাওলানা আরিফ চৌধুরী এবং বদরপুর ঈদগাহ মাঠে মাওলানা আবুল খায়ের।
এদিকে চাঁদপুর জেলার হাজীগঞ্জ, শাহরাস্তি, মতলব ও ফরিদগঞ্জের আরও বেশ কয়েকটি এলাকায় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তারা পশু কোরবানি দেবেন। অন্যদিকে ঈদকে কেন্দ্র করে চাঁদপুরের এসব গ্রামে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এ ব্যপারে চাঁদপুরের সংবাদকর্মী মিজানুর রহমান জানান, জেলার হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) বিগত ১৯৩৩ সাল থেকে আরব বিশ্ব তথা চন্দ্রমাস হিসেব করে এভাবে দুটি ঈদ উদযাপনের প্রচলন শুরু করেন। তার অনুসারীরা এখনো সেই ধারা চালু রেখেছেন। আর সেজন্যই তারা এক দিন আগেই ঈদুল আযহা উদযাপন করে থাকেন।
জয়/আমিনুল
আরো পড়ুন  

Related Keywords

Saudi Arabia ,Hajiganj ,Bangladesh General ,Bangladesh ,Faridganj ,Badarpur ,Saudi ,Eid Adha ,Maulana Arif ,Maulana Isaac ,Maulana Mahbubur Rahman ,Eid Center On Chandpur ,Hajiganj Court Sharif ,Middle East ,Faridganj Market ,Hajiganj Madrasa ,Eid Center ,Rahman Baby ,Arab World ,சவுதி அரேபியா ,ஹாஜிகாஞ்ச் ,பங்களாதேஷ் ,பாறிட்காஞ்ச் ,படர்பூர் ,சவுதி ,நடுத்தர கிழக்கு ,அரபு உலகம் ,

© 2024 Vimarsana

vimarsana.com © 2020. All Rights Reserved.