vimarsana.com


shilpa shetty and raj kundra in trouble as sebi imposes rs 3 lakh fine
আরও বিপাকে শিল্পা-রাজ! ৩ লাখ টাকা জরিমানা সেবির
Souradip Samanta | EiSamay.Com | Updated: 29 Jul 2021, 09:17:00 AM
Subscribe
অস্বস্তি বাড়ল শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার। শিল্পা শেট্টি (Shipla Shetty) ও রাজ কুন্দ্রকে (Raj Kundra) তিন লাখ টাকার জরিমানা করল সেবি (Securities and Exchange Board of India)।
 
হাইলাইটস
আরও বিপাকে পড়লেন শিল্পা শেট্টি (Shipla Shetty) ও রাজ কুন্দ্রা (Raj Kundra)
ব্যবসায় নিয়ম লঙ্ঘনের অভিযোগে শিল্পা ও রাজকে তিন লাখ টাকার জরিমানা করল সেবি
রাজ, শিল্পার পাশাপাশি ভিয়ান ইন্ডাস্ট্রিজকেও জরিমানা করা হয়েছে
এই সময় ডিজিটাল ডেস্ক: আরও বিপাকে পড়লেন শিল্পা শেট্টি (Shipla Shetty) ও রাজ কুন্দ্রা (Raj Kundra)। ব্যবসায় নিয়ম লঙ্ঘনের অভিযোগে শিল্পা ও রাজকে তিন লাখ টাকার জরিমানা করল সেবি ( Securities and Exchange Board of India)। রাজ, শিল্পার পাশাপাশি ভিয়ান ইন্ডাস্ট্রিজকেও জরিমানা করা হয়েছে।
এদিকে, বুধবার রাজ কুন্দ্রার জামিন আবেদন খারিজ করল মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুধীর ভাজিপালে রাজের জামিনের আবেদন নাকচ করেন।এই মামলার তদন্তকারী অফিসার কিরণ বিদ্ভে এ দিন আদালতকে জানান, রাজের বেশ কিছু বয়ান রেকর্ড করা বাকি রয়েছে। রাজকে প্রভাবশালী ব্যক্তি উল্লেখ করে তিনি তাঁর সংযোজন, 'জামিন দিলে, প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন ব্যবসায়ী'।
অন্যদিকে, পর্নোগ্রাফি বিক্রি করে ঠিক কত টাকা রোজগার করেছেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা? কিছুদিন আগেই বিভিন্ন নিউজ পোর্টালে যে হিসেব পাওয়া যাচ্ছিল সেই অনুযায়ী প্রতিটি ভিডিয়োর লাইভ রেভিনিউ আয় হয় প্রায় ১ লাখ ৮৫ হাজার। অ্যাপে পর্নোগ্রাফি বেচে সেখান থেকে প্রতি ছবি আয় প্রায় সাড়ে চার লাখ টাকা।আরও জানা গিয়েছে কখনও কখনও মান্থ টু ডেট রেভিনিউ ছাড়িয়ে যায় ৬০ লাখ টাকা। বিভিন্ন অ্যাপ্লিকেশনে রেজিস্টার্ড ইউজারের সংখ্যা ২০ লাখ। এবার আরও স্পষ্ট হিসেব সামনে এসেছে। জানা গিয়েছে ২০২০ সালের অগস্ট থেকে ডিসেম্বর মাসের মধ্যে অর্থাৎ মাত্র পাঁচ মাসে ১ কোটি ১৭ লাখ টাকা পর্নোগ্রাফি বেচে আয় করেছেন রাজ কুন্দ্রা।
রাজ কুন্দ্রা পর্ন ছবি বানায়নি, ইরোটিকা বানিয়েছেন বলে দাবি করেছেন শিল্পা শেট্টি। এই মামলায় শিল্পার বয়ান রেকর্ড করা হয়। সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী শিল্পা পুলিশকে জানান, Hotshots নামের মোবাইল অ্যাপটিতে কোন ধরনের কনটেন্ট আপলোড হতো তা তিনি জানেন না। তবে তিনি নিশ্চিত রাজ পর্ন বানাননি। সম্প্রতি রাজকে সঙ্গে নিয়ে শিল্পার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেই সময় শিল্পা ভেঙে পড়েছিলেন বলে খবর।
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
টাটকা খবরের আপডেট পেতে EI Samay ফেসবুক পেজ লাইক করুন
মন্তব্য করুন
এই বিষয়ে আরও পড়ুন

Related Keywords

Mumbai ,Maharashtra ,India ,Sudhir Raj ,News Agency ,Wednesday Raj ,Chief Metropolitan ,Live Revenue ,News Agency Report ,மும்பை ,மகாராஷ்டிரா ,இந்தியா ,ஸௌட்ஶ்ர் ராஜ் ,தலைமை பெருநகர ,வாழ வருவாய் ,

© 2025 Vimarsana

vimarsana.com © 2020. All Rights Reserved.