মুসলিম ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক দৃশ্যটি রচিত হয় কারবালা প্রান্তরে, ৬১ হিজরির ১০ মহররম। এদিন শাহাদতবরণ করেন রাসূল (সা.)-এর নাতি হজরত হোসাইন (রা.)। তার শাহাদতবরণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় অন্যায়ের প্রতিবাদ ও ন্যায়ের আদর্শের জন্য আত্মত্যাগের মহিমা। এ বেদনাবিধুর ও শোকবিহ্বল ঘটনার প্রেক্ষাপট রচিত হয় ধীরে ধীরে, একটু একটু করে।