With minimum temperatures across the state dipping even lower than 15 degrees Celsius, the condition is ideal for the arrival of such birds in the state in huge numbers, they added.
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, রাজ্যে এই মুহূর্তে একটি অক্ষরেখা রয়েছে যা বিহার থেকে ছত্তীসগঢ় পর্যন্ত বিস্তৃত। তার প্রভাবেই উত্তরে বৃষ্টি।
আবহবিদরা জানিয়েছেন, আগামী সপ্তাহে পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে। সেখান থেকে ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চার করে ঘূর্ণিঝড়ে পরিণত হলে নাম হবে ‘মোকা’।