২০১৭ সালের ১১ ডিসেম্বর রাজধানীর আফতাবনগর এলাকায় খুন হন এ কে এম মনজিল হক (২৮) নামের এক যুবক। খুনের পর তাঁর চাচা ফারুক মিয়া বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্তে উঠে আসে, সম্পত্তির লোভে মনজিলকে খুন করা হয়। মনজিল হক হত্যাকাণ্ডের ‘মূল হোতা’ হলেন তাঁর সৎভাই ইয়াসিন হক (২৫) ও সৎমা লায়লা হাসান। ইয়াসিন হক ও ভাড়াটে খুনিরা হত্যা করান মনজিল হ