রেল জানিয়েছে, জরুরি ভিত্তিতে একটি লেভেলক্রসিংয়ের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। সেই কারণেই সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার এই চার রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বন্ধ রাখা হবে ওই রাস্তা।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রে জানা গিয়েছে, হস্টেলে র্যাগিংয়ের অভিযোগের কথা কর্তৃপক্ষকে ইমেল মারফত জানান আবাসিক এক ছাত্র। বেশ কয়েক জন অভিভাবকও একই অভিযোগ জানান কর্তৃপক্ষকে।