যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের বারান্দা থেকে ছাত্র নীচে পড়ে যান বলে দাবি। পরের দিন ভোরে তাঁর মৃত্যু হয়। অভিযোগ, হস্টেলের নীচ থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়েছিল ছাত্রকে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস রজত রায়। তাঁর দাবি, মৃত ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর হস্টেল সুপার তাঁকে জানিয়েছিলেন যে, রাত ১১টা নাগাদ তিনি হস্টেলে ঘুরে এসেছিলেন।
বরাবরই বিতর্কের কেন্দ্রে তিনি। পোশাক নির্বাচন নিয়ে তো বটেই, নিজের বিভিন্ন ‘বেফাঁস’ মন্তব্য নিয়েও একাধিক বার আলোচনায় উঠে এসেছেন উরফি জাভেদ। প্রেমই বা বাকি থাকে কেন!
যাদবপুরকাণ্ডে শুক্রবার ধৃত তিন জনের মধ্যে রয়েছেন মুর্শিদাবাদের নিমতিতার হিমাংশু কর্মকার। তাঁর মা মিতালি কর্মকার একটি শিশুশিক্ষা কেন্দ্রে পড়ান। ছেলের জন্য বিরাট স্বপ্ন ছিল মিতালির।