সংসারের একটি খাতে খরচ কমালেও অন্য খাতে আবার বেড়ে যাচ্ছে। ফলে যা রোজগার হচ্ছে, তা থেকে কিছুই আর জমছে না। খরচ কমানোর জন্য আপনাকে একটু পরিকল্পনা করে চলতে হবে। কী ভাবে খরচ কমাবেন, রইল হদিস।
পুলিশ সূত্রে খবর, গত ৯ অগস্ট, বুধবার বিশ্ববিদ্যালয়ের এ২ ব্লকের তিনতলার বারান্দা থেকে প্রথম বর্ষের পড়ুয়া যখন পড়ে গিয়েছিলেন, সেই সময়ে ওই তিন জনেই হস্টেলে ছিলেন বলে জানা গিয়েছে।
পুলিশকে দেওয়া বয়ানে হস্টেলের এক আবাসিক জানিয়েছেন, তাঁর ঘর ছিল হস্টেলের চার তলায়। মৃত ছাত্রের ঘরের উপরের তলাতেই। তবে তিনি সিনিয়র হলেও তাঁর ঘরে সে দিন ‘ইন্ট্রো’ দিতে আসেননি ওই ছাত্র।