ইমনকে ধর্ষণের হুমকি! ইমন চক্রবর্তী। ছবি: সংগৃহীত ইত্তেফাক অনলাইন ডেস্ক১৮:২৫, ১৩ জুন, ২০২১ | পাঠের সময় : ১.৩ মিনিট দুই বাংলায় সর্বমহলে আলোড়ল সৃষ্টি করা গান ‘তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো’। ‘প্রাক্তন’ ছবির এই গানের কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ত্রাণের ছবি পোস্ট করে আবার কখনও বিয়ের পর শাখা-সিঁদুর পরেননি কেন তা নিয়েও কটাক্ষের শিকার হয়েছেন তিনি। এবার যোগাসনের ছবি পোস্ট করেও নেটিজেনদের একাংশের শুধু বাজে মন্তব্যই নয় রীতিমতো ধর্ষণের হুমকি পেলেন গায়িকা। শুক্রবার সকালে যোগাসন করার বেশ কয়েকটি ছবি পোস্ট করেন ইমন। তাতে লেখেন, ‘স্ট্রেচ স্ট্রেচ… গুড মর্নিং।’ তাঁর এই ছবি পোস্ট হওয়ামাত্রই লাইক, কমেন্টের বন্যা বইতে থাকে। কেউ কেউ তার ফিটনেসের প্রশংসা করেন। তবে এক যুবক আচমকাই ইমনকে ধর্ষণের হুমকি দেয় বলে অভিযোগ। তা নজরে আসতে নেটিজেনরা বিরোধীতা করেন। এ ধরনের মন্তব্য করা অনুচিত, তা কমেন্ট বক্সেই জানান তারা। তবে কেউ কেউ আবার ওই যুবককে পরোক্ষে সমর্থন করে। যোগাসনের ভঙ্গিমায় দেওয়া ছবিকে অশালীন বলতেও ছাড়েননি তারা। ওই যুবকের কমেন্ট নজর এড়ায়নি খোদ শিল্পীরও। তিনি ওই যুবকের কমেন্টটি কলকাতা পুলিশকে ট্যাগ করেন। Stretch stretch…. Good morning ❤️???????????? ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন সংগীতশিল্পী ইমন। গ্রামে গ্রামে ঘুরে ত্রাণ বিলি করছেন তিনি। এর আগে ত্রাণ বিলির প্রস্তুতির ছবি পোস্ট করেও কটাক্ষের শিকার হন ইমন। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ত্রাণ বিলি করবেন না, এমন তীর্যক মন্তব্যও সহ্য করতে হয়েছিল সংগীত শিল্পীকে। তার আগে একটি রিয়ালিটি শো নিয়েও নানা কটাক্ষের শিকার হতে হয়েছিল ইমনকে। তবে সরাসরি ধর্ষণের হুমকি মেলায় বেজায় ক্ষুব্ধ সংগীতশিল্পী। চলতি বছরের (২ ফেব্রুয়ারি) প্রেমিক নীলাঞ্জন ঘোষকে ঘটা করেন ইমন। ইত্তেফাক/বিএএফ