ঈদের দিনে&#x

ঈদের দিনের নাটক-টেলিছবি


ঈদের দিনের নাটক-টেলিছবি
ছবি: সংগৃহীত
ইত্তেফাক অনলাইন রিপোর্ট০৭:০৯, ২১ জুলাই, ২০২১ | পাঠের সময় : ২ মিনিট
ঈদে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে কয়েকদিন ধরে থাকে বিশেষ আয়োজন। এর মধ্যে নাটক-টেলিছবি নিয়েই দর্শকদের সবচেয়ে বেশি আগ্রহ দেখা যায়। ঈদের দিন কোন চ্যানেলে কী নাটক-টেলিছবি থাকছে তা জেনে নিন।
আমার আছে জল
নাগরিক টিভিতে রাত ৯টায় রয়েছে ঈদের বিশেষ নাটক ‘আমার আছে জল’। অভিনয়ে তৌসিফ-জোভান-মিশু সাব্বির।
‘হাম্বা ডট কম’
ঈদের দিন রাত ৮টা ৩৫ মিনিটে প্রচারিত হবে মীর সাব্বিরের রচনায় ও সোলেমান হকের প্রযোজনায় নাটক ‘হাম্বা ডট কম’। অভিনয়ে মীর সাব্বির, আ. খ. ম. হাসান, ফারুক আহমেদ, ডালজিফা আমিন, ফারজানা রিক্তা, গুলশান আরা, হান্নান শেলী, আমিন আজাদ, বিনয় ভদ্র ও হাফিজুর রহমান সুরুজ।
‘মনের আড়ালে মন’
চ্যানেল আইতে দুপুরে ২টা ৩০ মিনিটে টেলিছবি ‘মনের আড়ালে মন’। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় সৈয়দ সালাউদ্দিন জাকী। অভিনয়ে মৌ, গাজী নুর, শরীফ সিরাজ, মাসুম বাশার প্রমুখ।
‘হ্যালো শুনছেন’
চ্যানেল আইতে রাত ৭টা ৪০ মিনিটে থাকছে রাশাত রহমান জিকোর রচনায় ও মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘হ্যালো শুনছেন’। অভিনয়ে আফরান নিশো, তানজিন তিশা।
‘লা পেরুজের সূর্র্যাস্ত’
চ্যানেল আইতে রাত ৯টা ৩৫ মিনিটে আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘লা পেরুজের সূর্র্যাস্ত’। অভিনয়ে নিরব, মারিয়া নুর, নিশাত প্রিয়ম, মামুনুর রশীদ, দিলারা জামান।
‘বিনা মেঘে বৃষ্টি’
একুশে টিভিতে রাত ৮টায় প্রচার হবে বিশেষ নাটক ‘বিনা মেঘে বৃষ্টি’। অভিনয়ে মনোজ প্রামানিক, সৌমন্তি সৌমী। রাত ১০টায় দেখানো হবে বিশেষ নাটক ‘তুমি আমার নও’। অভিনয়ে জোভান, সাবিলা নূর, সাবিহা জামান।
‘বিয়ে করলেই সব ঠিক’
দেশ টিভিতে রাত ৭টা ৪৫ শফিকুর রহমান শান্তনুর রচনায় ও সরদার রোকনের পরিচালনায় নাটক ‘বিয়ে করলেই সব ঠিক’। অভিনয়ে ইরফান সাজ্জাদ, ফারিয়া শাহরিন, মাসুম বাশার।
ফিমেল
দীপ্ত টিভিতে বিকাল ৪টায় থাকছে কাজল আরেফিন অমির টেলিছবি ‘ফিমেল’। অভিনয়ে সানজানা সরকার রিয়া, মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষি আলম।
‘রঙ্গিন কাগজ’
দীপ্ত টিভিতে সন্ধ্যা ০৭টায় প্রচার হবে সাইদুর ইমনের পরিচালনায় ‘রঙ্গিন কাগজ’। অভিনয়ে জোভান, সাফা কবির।
‘ভালোবাসার বটিকাবাব’
দীপ্ত টিভিতে সন্ধ্যা ০৮টায় রয়েছে মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ‘ভালোবাসার বটিকাবাব’। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর।
‘মেঘলা মেঘলা দিন’
দীপ্ত টিভিতে রাত ১২টা ১০ মিনিটে প্রচার হবে বাবু সিদ্দিকীর রচনা ও পরিচালনায় নাটক ‘মেঘলা মেঘলা দিন’। অভিনয়ে অপূর্ব, সাফা কবির, মাসুম বাশার।
‘বৃষ্টি হয়ে এলে তুমি’
এশিয়ান টিভিতে নাটক রাত ৭টা ৩০ মিনিটে রয়েছে মেজবাউদ্দিন সুমনের রচনায় রুবেল হাসানের পরিচালনায় ও ‘বৃষ্টি হয়ে এলে তুমি’। অভিনয়ে ইরফান সাজ্জাদ, তানজিন তিশা।
ঈদের দিন প্রচার হবে রুমান রনির রচনা ও পরিচালনায় রাশেদ সীমান্ত, উর্মিলা শ্রাবন্তী কর, মাহা ও অলিউল হক রুমি অভিনীত ‘হাঁটা জামাই’ এবং আনিসুর রহমান মিলন, ফারজানা রিক্তা, হান্নান শেলী অভিনীত ‘পান সুপারী ভালোবাসা’। রচনা হিরন সোহেল, পরিচালনায় এস এম হামিদ সোহেল।
ইত্তেফাক/বিএএফ

Related Keywords

Shiraz , Fars , Iran , Gulshan , Hormozgan , Samir Hasan , Kermanshah , Abu Hayat , Faruk Ahmed , Hannan Shelly , Sm Hamid Sohail , Sabiha Zaman , Maria Noor , Tanzin Tisha , Mamunur Rashid , Mishu Shabbir , Mir Shabbir , Gazi Noor , Babu Siddique , Anisur Rahman Milon , Masum Bashar , Dilara Zaman , Marzouk Russell , Farzana Rikta , Amin Azad , Hiran Sohail , Kajol Arefin Aomy Television Film , Television Film , Reid Special , Ache Jol , Gulshan Ara , Hafijur Baby Suruj , Sharif Shiraz , Entertainment Country , Rahman Baby , Manoj Documentary , Shafikur Baby Everyone , Government Rhea , Mahmudur Baby , Ruman Rony , ஷிராஸ் , பர்ச் , இரண் , குல்ஷன் , மீர் ஹசன் , மரியா நூர் , அணிசூர் ரஹ்மான் மிலன் , மாசும் பஷர் , திலர ஜமான் , தொலைக்காட்சி படம் , குல்ஷன் அரா ,

© 2025 Vimarsana