ওটিতে নেই &#

ওটিতে নেই অস্ত্রোপচার


ওটিতে নেই অস্ত্রোপচার
ওটিতে নেই অস্ত্রোপচার
সরকারি হাসপাতালে বিশেষজ্ঞের পদ শূন্য
  যুগান্তর ডেস্ক  
০৪ জুলাই ২০২১, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ
প্রতীকী ছবি
রংপুর বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে অ্যানেস্থেসিয়া ও সার্জারি বিশেষজ্ঞ নেই। ফলে এসব হাসপাতালে উন্নতমানের থিয়েটার (ওটি) থাকলে অস্ত্রপচার বন্ধ রয়েছে। এ অবস্থায় ওটির যন্ত্রপাতি ও সার্জিক্যাল সরঞ্জামাদি নষ্ট হচ্ছে। এছাড়া সেবাবঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। যুগান্তর প্রতিনিধি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের বুলবুল আহাম্মেদ, কুড়িগ্রাম জেলার রৌমারীর এসএম সাদিক হোসেন ও জয়পুরহাট জেলার কালাইয়ের এটিএম সেলিম সরোয়ারের পাঠানো খবর-
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : পীরগঞ্জ উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞের অভাবে প্রায় পাঁচ বছর ধরে সিজারিয়ান অপারেশন বন্ধ। ফলে হাসপাতালে ভর্তি প্রসূতি মায়েদের সিজারের জন্য বেসরকারি হাসপাতাল কিংবা ক্লিনিকে যেতে হচ্ছে। এতে রোগীর স্বজনদের গুণতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। এছাড়াও ৩১ শয্যার জনবল দিয়েই চলছে ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্স। নানা সমস্যায় জর্জরিত স্বাস্থ্য কমপ্লেক্সটিতে এক যুগের বেশি সময় ধরে নষ্ট এক্স-রে মেশিন। অচল আলট্রাসনোগ্রাম মেশিন ও ডেন্টাল চেয়ার।
রৌমারী (কুড়িগ্রাম) : রৌরামী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের তিনটি অপারেশন থিয়েটার থাকলেও সংশ্লিষ্ট বিশেষজ্ঞ না থাকায় সেখানে অস্ত্রপচার বন্ধ রয়েছে। অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে ওটির সরঞ্জামাদি। ফলে রোগীদের চিকিৎসা সেবা পেতে যেতে হয় বাইরের ক্লিনিক বা হাসপাতালে। এছাড়াও প্রয়োজনীয় সংখ্যক জনবল না থাকায় সেবাবঞ্চিত সাধারণ মানুষ। ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন ডাক্তারের পদ থাকলেও বর্তমানে কাগুজে-কলমে ৬ জন চিকিৎসক কর্মরত আছে। তারমধ্যে প্রশিক্ষণে রয়েছে ৩ জন। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা মো. আশাদুরজামান জানান, আশা করি আর সংকট থাকবে না।
কালাই (জয়পুরহাট) : কালাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সার্জারি ও অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞের অভাবে ওটি অকার্যকর হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন প্রসূতি মায়েরা। সিজারিয়ান অপারেশনের জন্য যেতে হচ্ছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে। এছাড়াও ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে আলট্রাসনোলজিস্ট, গাইনোকোলজিস্টসহ বিভিন্ন পদে জনবল সংকট। একমাত্র জেনারেটরটিও নষ্ট। এ ছাড়াও পুরাতন অ্যাম্বুলেন্সটি প্রায়ই নষ্ট হওয়ায় জরুরি প্রয়োজনে রোগীরা পড়েন দুর্ভোগে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর আসাদ-উজ-জামান জানান, শূন্য পদ পূরণে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সম্পাদক :
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬ 
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Related Keywords

Joypurhat , Rajshahi , Bangladesh , Thakurgaon , Rangpur , Kurigram , Sadiq Hussain , Kalai District Health , Bmw , Health Complex , Health Complex Expert , Health Complex John , Not Surgery , Expert Not , Hospital Advanced Theatre , Pirganj Bulbul Ahmed , Pirganj Upazila Thakurgaon , Caesarean Operation , Caesar For , Hospital Or Clinic , Being Bold , Complex Advanced , Operation Theatre , Kalai District Health Complex , ராஜ்ஷாஹி , பங்களாதேஷ் , தாகுர்கான் , ரங்க்பூர் , குரிகிராம் , சாதிக் ஹுசைன் , பிஎம்டபிள்யூ , ஆரோக்கியம் சிக்கலான , இல்லை அறுவை சிகிச்சை , இருப்பது தைரியமான , செயல்பாடு திரையரங்கம் ,

© 2025 Vimarsana