করোনায় মত&#x

করোনায় মতলবের সাবেক সহকারী পুলিশ সুপারের মৃত্যু


Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / করোনায় মতলবের সাবেক সহকারী পুলিশ সুপারের মৃত্যু
করোনায় মতলবের সাবেক সহকারী পুলিশ সুপারের মৃত্যু
চাঁদপুর জেলাধীন (মতলব সার্কেল) সাবেক সহকারী পুলিশ সুপার আহসান হাবীব (৩৭) বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে ইন্তেকাল করেছেন( ইন্না… রাজিউন)।
করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন মৃত্যুর সাথে যুদ্ধ করে রাজারবাগ পুলিশ হাসপাতালে মৃত্যুর কাছে হেরে গেলেন তিনি।মৃত্যকালে তিনি স্ত্রী,বাবা-মা, সহকর্মী, আত্বীয়-স্বজন ও গুনীগ্রাহী রেখে গেছেন।
১৬ মাসে মতলবে সততার সাথে দায়িত্ব  পালনে সব মহলের নিকট গ্রহণ যোগ্যতা অর্জন করে মতলববাসীর হৃদয় কেড়ে নিয়েছেন এই চৌকস পুলিশ কর্মকর্তা আহসান হাবীব। 
গত বছর তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।তাঁর মৃত্যুতে মতলব উত্তর ও দক্ষিণ থানা পুলিশের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এদিকে আহসান হাবীবের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বর্তমান সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান কামাল, মতলব সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক কবি সাংবাদিক মুহাম্মদ জাকির হোসেন, মতলব প্রেসক্লাবের সভাপতি মুহাম্মাদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিকসহ সামাজিক, রাজনৈতিক, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।
প্রতিবেদকঃ মাহফুজ মল্লিক,১৭ জুলাই ২০২১চাঁদপুর 2021-07-16
এই মুহূর্তে অন্যরা যা পড়ছেন

Related Keywords

Ahsan Habib , Yasser Arafat , Muhammad Iqbal Hussain , Muhammad Zakir Hussain , War On Baseline Police Hospital , Police Super , Police Superintendent , Police Super Ahsan Habib , College English , Baseline Police Hospital , Press President Muhammad Iqbal Hussain , Editor Mahfuz Social , குசன் ஹபீப் , ய்யாஸர் அராபத் , போலீஸ் அருமை , போலீஸ் கண்காணிப்பாளர் , கல்லூரி ஆங்கிலம் ,

© 2025 Vimarsana