চাঁদপুরস

চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস


প্রতীকী ছবি
চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস
মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। পরবর্তী দু’দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। পরের ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে। খবর বাসসের।
দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখলী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, রংপুর ও খুলনা বিভাগের কোনো কোনো জায়গায় ভারি বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি চট্টগ্রামে ১৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া কক্সবাজারে ৯৯, কুতুবদিয়া ৬৭, সৈয়দপুরে ৫৬ ও চুয়াডাঙ্গায় ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এছাড়া দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও অন্যত্র দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।
মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা তেঁতুলিয়ায় ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সৈয়দপুরে ২৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
পূর্বাভাসে আরও বলা হয়, উত্তর প্রদেশ ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম মধ্য প্রদেশ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে।
মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আবহাওয়া ডেস্ক, ৪ আগস্ট ২০২১সারাদেশ 2021-08-04

Related Keywords

Noakhali , Bangladesh General , Bangladesh , Saidpur , Mymensingh , Khulna , Kushtia , Dhaka , Jessore , Chuadanga , Comilla , Chittagong , North West Madhya Pradesh , , Place Rain , Directorate Tuesday , River For , Dhaka Region , South Or East , Place Heavy , Report Chittagong , Uttar Pradesh , West Bengal , நொஅகாழி , பங்களாதேஷ் , என்றார் , ம்ய்மேஞ்சிங்க் , கூழ்ந , குஷ்டியா , டாக்கா , ஜெசோர் , சுடுங்க , கோமில்ல , சிட்டகாங் , வடக்கு மேற்கு மத்யா பிரதேஷ் , நதி க்கு , டாக்கா பகுதி , உத்தர் பிரதேஷ் , மேற்கு பெங்கல் ,

© 2025 Vimarsana