খুলনার চা&#x

খুলনার চার হাসপাতালে রেকর্ড ২২ জনের মৃত্যু


Home / সারাদেশ / খুলনার চার হাসপাতালে রেকর্ড ২২ জনের মৃত্যু
খুলনার চার হাসপাতালে রেকর্ড ২২ জনের মৃত্যু
খুলনার চারটি হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এতে একদিনে সর্বাধিক মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে।
মৃতদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ১০ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে পাঁচজন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে দুজন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন।
৭ জুলাই বুধবার সকালে এসব তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট হাসপাতালের মুখপাত্ররা। এর আগে ৫ ও ৬ জুলাই খুলনার তিন হাসপাতালে ১৭ জন করে মারা যান।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৯ জন ও উপসর্গে একজন মারা যান। করোনায় মৃতরা হলেন- খুলনা মহানগরীর সোনাডাঙ্গার ঝর্ণা বেগম (৬০) ও লবনচরার রুমানা বেগম (৭১), বটিয়াঘাটার নারায়ন চন্দ্র (৮০), বাগেরহাট ফকিরহাটের সুনীল রায় (৭৫), একই এলাকার বাগানবাড়ীর আব্দুল হামিদ (৮৭), নড়াইল নড়াগাতীর এসএম বোরহান (৪৫), যশোর সদরের ঝুমুর বেগম (২৫), কেশবপুরের সুশান্ত কুন্ডু (৫৫), একই এলাকার শরিফা খাতুন (২৭)। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৮৯ জন। যার মধ্যে রেডজোনে ১১৬ জন, ইয়েলোজোনে ৩৪ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪১ জন। আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৩২ জন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে দুজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার পাইকগাছার আব্দুল হালিম (৫০) ও সাতক্ষীরার আব্দুল মাজেদ শেখ (৬৫)। এ হাসপাতালে করোনা আক্রান্ত ৪৩ জন রোগী ভর্তি রয়েছেন। যার মধ্যে আইসিইউতে রয়েছেন ৯ জন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- নগরীর ফুলবাড়ীগেট মিরেরডাঙ্গার রেজাউল ইসলাম (৭০), তেরখাদার আনন্দনগরের আকলিমা (৭৫), যশোরের কেশবপুরের পদ্মরানী (৬৪), বাগেরহাটের মংলার প্রভুনাথ (৫০), রামপালের রুহিকরণ (৬০)। এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।
গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনা সদরের মুসলমানপাড়ার নাসরিন আরা বেগম (৪৫), সোনাডাঙ্গার মো. আব্দুল হাই (৬৭), ডুমুরিয়ার শাহাপুরের উম্মে কুলসুম (৭০), খুলনার টুটপাড়ার নাসিমা বেগম (৪৬) এবং নড়াইলের লোহাগড়ার আরিয়ানার বেলতিয়ার লুৎফর রহমান (৬২)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৩১ জন।
অনলাইন ডেস্ক, ৭ জুলাই ২০২১
2021-07-07

Related Keywords

Khulna , Bangladesh , Rampal , Bangladesh General , Jessore , Bagerhat Mongla , Abdul Majed Sheikh , Sharifa Khatun , Abdul Halim , Kazi Abu Rashid , Bagerhat Sunil Roy , Sushant Kundu , Abdul Hamid , Sheikh Abu Nasser , Gazi Medical College Hospital , Hospital John , General Hospital , July Wednesday , July Khulna , Khulna Abdul Halim , District Abdul Majed Sheikh , Khulna General Hospital , City Ink Islam , கூழ்ந , பங்களாதேஷ் , ராம்பால் , ஜெசோர் , ஷரிஃபா கடுங் , அப்துல் ஹலிம் , அப்துல் ஹமிட் , ஷேக் நாசர் , காஜி மருத்துவ கல்லூரி மருத்துவமனை , மருத்துவமனை ஜான் , ஜநரல் மருத்துவமனை , ஜூலை புதன்கிழமை , கூழ்ந ஜநரல் மருத்துவமனை ,

© 2025 Vimarsana