শীতকালীন ছুটি ও নির্বাচন উপলক্ষে জাবি বন্ধ ৬ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, ‘বন্ধ চলাকালীন হল খালি হবে না। কারণ আমাদের অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে ভোটার হয়েছেন। হল বন্ধ করা হলে তারা ভোট দিতে পারবে না।’ ইউসুফ জামিল কন্ট্রিবিউটর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৮ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ২০:০৩ প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৮ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ২০:০৩ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার। ছবি: সংগৃহীত (প্রিয়.কম) একাদশ জাতীয় সংসদ নির্বাচন, শীতকালীন ছুটি ও বড় দিন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগামী ২৪ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি ২০১৯ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। ২৩ ডিসেম্বর, রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ প্রিয়.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন। রহিমা কানিজ বলেন, ‘বন্ধ চলাকালে হল সম্পূর্ণ খালি (ভ্যাকান্ট) হবে না। কারণ আমাদের অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে ভোটার হয়েছেন। হল বন্ধ করা হলে তারা ভোট দিতে পারবে না।’ এর আগে শীতকালীন ও বড় দিন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ২৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু নির্বাচন উপলক্ষে ৩১ ডিসেম্বরের পরিবর্তে জানুয়ারি ২০১৯ পর্যন্ত ছুটি বৃদ্ধি করা হয়। ছুটি চলাকালীন বিভিন্ন বিভাগে ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ এবং বিশ্ববিদ্যালয় লাইব্রেরি ২৪ ডিসেম্বর হতে ৩ জানুয়ারি ২০১৯ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমুহ চালু থাকবে বলে জানা যায়। প্রিয় সংবাদ/আজাদ/কামরুল ট্যাগ: