A fatal accident on the second Hooghly Bridge, a bike rider

A fatal accident on the second Hooghly Bridge, a bike rider killed by a lorry । দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত বাইক আরোহী


দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত বাইক আরোহী
পাশ কাটিয়ে বেপরোয়া গতিতে যেতে থাকে লরিটি, এমন সময় ঘটে দূর্ঘটনা
Updated By: Jul 4, 2021, 09:37 AM IST
নিজস্ব প্রতিবেদন: বিদ্যাসাগর সেতুতে ভয়াবহ বাইক দুর্ঘটনা। ঘটনায় মৃত্যু বাইক আরোহীর। মৃতের পরিচয় এখনও জানা যায়নি।  খোঁজ চালাচ্ছে পুলিস। 
পুলিশ সূত্রে খবর, দ্বিতীয় হুগলি সেতুতে হাওড়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল বাইকটি। এমন সময় পিছন থেকে এসে সজোরে ধাক্কা দেয় একটি লরি। বাইক ছেড়ে সামনের দিকে ছিটকে গিয়ে পড়েন ওই বাইক আরোহী। হেলমেট ছিল। তাতেও লাভ হয়নি। ঘটনাস্থলে গুরুতর আহত হন ওই ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কে ওই ব্যক্তি ? তা খোঁজ করছে পুলিস। জানা গিয়েছে, ঘটনার পর রাতের পেট্রোলিং পুলিসের গাড়ি লরিটিকে ধাওয়া করে। অবশেষে কামারহাটির কাছে এসে ধরা হয় লরিটিকে। যদিও চালককে ধরা সম্ভব হয়নি বলে প্রাথমিকভাবে এমনটাই জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের কথায়  স্বাভাবিকভাবেই যাচ্ছিল বাইকটি। কিন্তু পাশ কাটিয়ে বেপরোয়াভাবে গতি বাড়িয়ে এগোতে থাকে লরিটি। এমন সময় হঠাৎই বাইকের পিছনে এসে ধাক্কা দেয় লরিটি।  
Tags:

Related Keywords

Howrah , West Bengal , India , , Vidyasagar Bridge , Bridge Howrah , ஹவுரா , மேற்கு பெங்கல் , இந்தியா , வித்யாசாகர் பாலம் ,

© 2025 Vimarsana