সরছেন অধী&#x

সরছেন অধীর! লোকসভায় কংগ্রেসের দলনেতার পদে একাধিক নামে ঘিরে গুঞ্জন / Adhir Chowdhury likely to remove, in Congress's Search For New Lok Sabha Leader


সরছেন Adhir! লোকসভায় Congress-এর দলনেতার পদে একাধিক নাম ঘিরে গুঞ্জন
বুধবার হাইকমান্ডের সঙ্গে জরুরি বৈঠক প্রদেশ কংগ্রেস সভাপতির। 
Updated By: Jul 13, 2021, 08:27 AM IST
নিজস্ব প্রতিবেদন: আসন্ন বাদল অধিবেশনেই লোকসভায় পরিষদীয় দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে অধীর চৌধুরীকে। বেশ কয়েকদিন ধরেই রাজধানীর রাজনৈতিক মহলে গুঞ্জন, ইতিমধ্যে সংসদের নিম্নকক্ষে পরিষদীয় দলনেতার খোঁজ শুরু করেছে কংগ্রেস হাই কমান্ড। আর অধীরের ছেড়ে যাওয়া পদে বসার জন্য ইতিমধ্যে উঠে আসছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নাম।  
জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ বুধবার অধীর চৌধুরীর সঙ্গে একটি গুরুত্বপূ্র্ণ বৈঠক করতে চলেছেন সোনীয়া গান্ধী। সম্ভবত ভার্চুয়ালি হবে সেই বৈঠক। ১৯ জুলাই থেকে শুরু হতে চলা বাদল অধিবেশনের আগে সেই বৈঠককে বেশ গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক মহল। উনিশের লোকসভা ভোটে ভয়ঙ্কর বিপর্যয়ের পর কংগ্রেসের শীর্ষ নেতাদের একাংশের মধ্য়েও একটা চাপা ক্ষোভ তৈরি হয়। গত বছর যার বহিঃপ্রকাশ ঘটে। কংগ্রেস হাই কমান্ডকে লিখিত আকারে সেই ক্ষোভের কথা জানান বিক্ষুব্ধ শীর্ষ নেতারা। সূত্রের খবর, সেই সমস্ত বিক্ষুব্ধ নেতার মধ্যেই কাউকে হয়ত লোকসভায় কংগ্রেসের মুখ হিসেবে বেছে নিতে পারেন সোনিয়া গান্ধী। যদিও আগেই এই দৌড় থেকে নাম তুলে নিয়েছেন রাহুল গান্ধী। লোকসভায় কংগ্রেসের মুখ হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি চর্চায় রয়েছে দুটো নাম। প্রথম জন শশী থারুর এবং দ্বিতীয়জন মণীশ তিওয়ারি। এছাড়া গৌরব গগোই, রভনীত সিং বিট্টু এবং উত্তম কুমার রেড্ডির নাম নিয়েও জল্পনা রয়েছে।

Related Keywords

Singhe Uttam Kumar , Gandhi , Rahul Gandhi , Lok Sabha , Congress High , Lok Sabha Congress , Lok Sabha Congress Post , Search Start , Can Gandhi , John Shashi , Manish Tiwari , Uttam Kumar Name , காந்தி , ராகுல் காந்தி , லோக் சபா , காங்கிரஸ் உயர் , லோக் சபா காங்கிரஸ் , மனிஷ் திவாரி ,

© 2025 Vimarsana