কক্সবাজা

কক্সবাজারে র‌্যাবের


জাতীয়
কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী আশু আলী নিহত
স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
কক্সবাজার: কক্সবাজার শহরের চিহ্নিত সন্ত্রাসী আশরাফ আলী ওরফে আশু আলী (২৫) র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে দুটি বন্দুক ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শনিবার (১৭ জুলাই) ভোরে শহরের ৬ নম্বর ওয়ার্ডের সাহিত্যিকা পল্লী বড়বিল মাঠে এ বন্দুকযুদ্ধ হয়। সকালে র‌্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
সন্ত্রাসী আশু আলী বিজিবি ক্যাম্প ফরেস্ট অফিস পাড়ার জাফর আলমের ছেলে।  
র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিডিআর ক্যাম্প এলাকায় অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পের সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ ও অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
এর আগে ২০১৯ সালে তার বাহিনীর প্রধান আমির খান  পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়।  
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
এসবি/আরএ

Related Keywords

Bangladesh , Jafar Alam , Aamir Khan , Abdullahm Sheikh , Camp Forest Office , Cox City , Ashraf Ali , Ward Rural , Forest Office , Legal Law , பங்களாதேஷ் , ஜாஃபர் ஆலம் , அமீர் காந் , அஷ்ரஃப் அலி , காடு அலுவலகம் , சட்டப்பூர்வமானது சட்டம் ,

© 2025 Vimarsana