অনলাইন ডেস্ক সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ২৬ জুন অনুষ্ঠিত হলো ২০২০ সালের উচ্চ মাধ্যমিক/সমমান/এ লেভেল পরীক্ষায় জিপিএ ৪ বা তদুর্ধ্ব শিক্ষার্থীদের নিয়ে অনলাইনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। সারা দেশ থেকে প্রায় ৫০০ শিক্ষার্থী এ অনুষ্ঠানে অংশ নেয়। স্বপ্ন সারথি, সফল জীবন সংগ্রামী ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণার বাতিঘর আশুতোষ নাথ অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে তার জীবনের গল্প শোনান। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন জাতীয় ও আন্তর্জাতিকভাবে সুপরিচিত শিল্পী ফকির আলমগীর ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সাথে ছিলেন কন্ঠশিল্পী প্রতিক হাসান। সভাপতির বক্তব্য ও এ্যাওয়ার্ড ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এএফএম মফিজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন। এ সময় অন্যান্যের মধ্যে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিন, বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যান, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিডি প্রতিদিন/ ওয়াসিফ এই বিভাগের আরও খবর সম্পাদক : নঈম নিজাম, নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত। ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।