অনলাইন ডেস্ক গেল রোজার ঈদে অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘কসাই’ সিনেমায় অভিনয় করে আলোচনায় উঠে আসেন চিত্রনায়িকা প্রিয়মণি। তিনি চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকলেও এই প্রথম কাজ করলেন বিজ্ঞাপনচিত্রে। সনি র্যাংগ্সের ফ্রিজের এ বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন বাছেদ বাবু। বিজ্ঞাপনে কাজ প্রসঙ্গে প্রিয়মণি বলেন, আমার ক্যারিয়ারের প্রথমবারের মতো বিজ্ঞাপনচিত্রের মডেল হলাম। বেশ ভালো লেগেছে কাজটি করে। এটি কোরবানির ঈদ উপলক্ষে প্রচার হবে। আশা করছি ভালো ফিডব্যাক পাবো। এদিকে, প্রিয়মণি বেশ কিছু ওয়েব সিরিজ ও সিনেমায় নতুন করে যুক্ত হতে যাচ্ছেন। শিগগিরই সেগুলোর আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানান সম্ভাবনাময়ী এই চিত্রনায়িকা। উল্লেখ্য, সুন্দরী প্রতিযোগিতা দিয়ে শোবিজে আগমন প্রিয়মণির। মাঝে তিন বছরের প্রস্তুতি শেষে ফিরেছেন সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে। রাজু আলীম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ‘ভালোবাসার প্রজাপতি’দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করলেও ছবিটির কাজ এখনো শেষ হয়নি। তার আগেই গত ঈদে মুক্তি পেয়েছে প্রিয়মণি অভিনীত চলচ্চিত্র ‘কসাই’। বিডি-প্রতিদিন/শফিক সম্পাদক : নঈম নিজাম, নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত। ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।