তালাকের ন&#x

তালাকের নোটিশে আপত্তিকর শব্দ কেন বেআইনি নয়: হাইকোর্টের রুল


অনলাইন ডেস্ক
ফাইল ছবি
স্ত্রীকে দেওয়া তালাকের নোটিশে অবজ্ঞাপূর্ণ, যুক্তিহীন, অমানবিক শব্দ উল্লেখ করা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইনসচিব ও নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। রাজধানীর বড় মগবাজার এলাকার বাসিন্দা বর্তমানে কানাডার উইন্ডসর বিশ্ববিদ্যালয়ে কর্মরত রাখী কে জামানের করা এক রিট আবেদনে এই আদেশ দেন আদালত। রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন আব্দুল্লাহ আল নোমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
রিট আবেদনে বলা হয়, রাকিব মুক্তাদির জোয়ারদারের সঙ্গে ২০১৫ সালের ২৬ ডিসেম্বর পারিবারিকভাবে বিয়ে হয় রাখী কে জামানের। কিন্তু স্বামী-স্ত্রীর বনিবনা না হওয়ায় ২০১৭ সালের অক্টোবরে রাখীকে তালাকের নোটিশ পাঠান রাকিব। এই নোটিশের একাংশে বলা হয়, ‘স্ত্রী স্বামীর অবাধ্য, যাহা শরিয়তের সম্পূর্ণ পরিপন্থী। তাহার উক্ত চালচলন পরিবর্তন করার জন্য আমি নিজেই বহুবার চেষ্টা করিয়াছি। কিন্তু অদ্যাবধি তাহার কোনো পরিবর্তন সাধিত হয় নাই।’ এই শব্দগুলোকে আপত্তিকর, অবজ্ঞাপূর্ণ, যুক্তিহীন, অমানবিক উল্লেখ করে রিট আবেদনে বলা হয়, মুসলিম পারিবারিক আইন ১৯৬১ এবং মুসলিম বিয়ে ও তালাক (নিবন্ধন) আইন, ১৯৭৪ অনুযায়ী এ ধরনের শব্দের ব্যবহার স্পষ্টভাবে নারীর মানবাধিকার ও তার মর্যাদাকে ক্ষুণ্ন করে। একই সঙ্গে সংবিধানের ২৭, ২৮ এবং ৩২ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন।
আইনজীবী আব্দুল্লাহ আল নোমান জানান, এ ধরনের শব্দের ব্যবহার একজন নারীর প্রতি চরম অবমাননাকর। এ বিষয়গুলোর (শব্দগুলো) কারণে তালাকপ্রাপ্ত একজন নারীকে পরে বিয়ে করার ক্ষেত্রে নানা ধরনের জটিলতার মুখে পড়তে হয়। এ কারণেই এই শব্দগুলো বাদ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনে।
বিডি প্রতিদিন/হিমেল
এই বিভাগের আরও খবর
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

Rakhik Zaman , Rakib Muqtadir , Justicem Enayetur Rahim , Abdullah Al Noman , Saiful Rahman High Court , Canada University Working Rakhik Zaman , High Court Rule , High Court , Registration Doe , Muslim Family Law , Human Rights , அப்துல்லா அல் நோமாந் , உயர் நீதிமன்றம் ஆட்சி , உயர் நீதிமன்றம் , முஸ்லீம் குடும்பம் சட்டம் , மனிதன் உரிமைகள் ,

© 2025 Vimarsana