অনলাইন ডেস্ক সংগৃহীত ছবি সৌদি আরামকো অর্থের হিসাবে পৃথিবীর অন্যতম বড় কোম্পানি। অন্যদিকে, রিলায়েন্স ভারতের সবচেয়ে বড় কোম্পানি। চলতি বছরেই এই দুই জায়ান্ট কোম্পানি ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরইএলআই) সৌদি আরবের তেল-গ্যাস কোম্পানি সৌদি আরামকোর সঙ্গে চূড়ান্ত চুক্তি করছে। গত ২৪ জুন বৃহস্পতিবার রিলায়েন্সের ৪৪তম বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, আরামকোর সঙ্গে চুক্তি সম্পাদিত হলে রিলায়েন্স গ্রুপের ঋণের বোঝা কিছুটা কমবে বলে দাবি বিশ্লেষকদের। এর আগেও নিজেদের ৯.৯% শেয়ার ফেসবুককে বিক্রি করে দিয়েছিল রিলায়েন্স। উল্লেখ্য, ২০১৯ সাল থেকেই ১৫ বিলিয়ন ডলারে এই আরামকোর কাছে নিজেদের ২০% শেয়ার বিক্রি করতে চাচ্ছে রিলায়েন্স পেট্রো। কিন্তু তা সফল হয়নি।
সম্পাদক : নঈম নিজাম, নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত। ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।