প্রেসিডে

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' বিষয়ের উপর অনলাইন কুইজ প্রতিযোগিতা


অনলাইন ডেস্ক
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এডমিশন এন্ড প্রমোশন ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত “বঙ্গবন্ধু ও বাংলাদেশ (ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ)” বিষয়ের উপর গত বুধবার (৩০ জুন) বিকাল ৩.৩০ মিনিটে অনলাইন কুইজ প্রতিযোগিতা- ২০২১ অনুষ্ঠিত হয়েছে। 
কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মধ্যে যৌথভাবে প্রথমস্থান অধিকার করেছেন ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী মো. জাকির হাসান এবং উত্তরা হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস তামান্না। দ্বিতীয় স্থান অধিকার করেছেন নটরডেম কলেজের শিক্ষার্থী মো. সাব্বির এবং যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থী সায়মা জামান স্বর্ণা, কুমিল্লা সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী তানজিনা আক্তার মুনিয়া, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী অভিতোষ চক্রবর্তী এবং সাহেদোজ্জামান সাহেদ।
এসময় উক্ত কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে আয়োজকরা ভূয়সী প্রশংসা করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এডভাইজার মেজর জেনারেল কাজী আশফাক আহমেদ (অব.)। 
উক্ত কুইজ প্রতিযোগীয় বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে রয়েছে -
১ম স্থান অধিকারী- ১০,০০০ টাকা প্রাইজ বন্ড
২য় স্থান অধিকারী- ৫,০০০ টাকা প্রাইজ বন্ড এবং 
৩য় স্থান অধিকারী- ২,০০০ টাকা প্রাইজ বন্ড। 
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে উক্ত বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।
 
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

Bangladesh , Comilla , Chittagong , Kazi Ashfaq Ahmed , Ferdous Tamanna , Saima Zaman Sarna , University Admission , Promotion Department , Milestone College , Zakir Hassane Uttara High School , Cambrian College , Notre Dame College , Adamjee Cantonment College , Zakir Hassan , Uttara High School , Paradise Ferdous Tamanna , Meters Munia , பங்களாதேஷ் , கோமில்ல , சிட்டகாங் , ப்ரமோஶந் துறை , மைல்கல் கல்லூரி , கேம்ப்ரியன் கல்லூரி , நோட்ரே டேம் கல்லூரி , ஜாகிர் ஹாசன் , உத்தாரா உயர் பள்ளி ,

© 2025 Vimarsana