চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গায় সাঁতার না জানায় নদীতে ডুবে মারা গেছেন মাইনুর রহমান মুন্না (২৭) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। গতকাল শনিবার চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এদিন সন্ধ্যা ৭টায় খুলনার ডুবুরিদল এসে মাথাভাঙ্গা নদী থেকে তার লাশ উদ্ধার করে। এর আগে দুপুরে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে তলিয়ে যান তিনি। নিহত মাইনুর রহমান মুন্না চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স এলাকার বাসিন্দা আব্দুল মোমিনের ছেলে। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের মাথাভাঙ্গা নদীর তীরে বন্ধুদের সাথে বসে ছিলেন মুন্না। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে মুন্না ও সবুজ নামের দুই বন্ধু গোসল করতে নদীতে নামেন। নদীর পানি বেশি হওয়ায় এবং উভয়ে সাঁতার না জানায় মুহুর্তে তলিয়ে যায় নদীতে। এসময় মোমিন নামের অপর বন্ধুর চিৎকারে এলাকাবাসী ছুটে এসে সবুজকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও মুন্নাকে খুঁজে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস অনেক খুঁজেও মুন্নাকে উদ্ধার করতে না পেরে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. রফিকুজ্জামান জানান, অনেক চেষ্টা করেও মুন্নাকে উদ্ধার করতে না পেরে খবর দেয়া হয় খুলনার ডুবুরিদলকে। শনিবার সন্ধ্যায় তারা ঘটনাস্থলে পৌঁছে মুন্নার মরদেহ উদ্ধার করে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান জানান, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। বিডি প্রতিদিন/আবু জাফর সম্পাদক : নঈম নিজাম, নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত। ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।