নিরাপত্ত

নিরাপত্তারক্ষীদের তৎপরতায় বেঁচে গেলেন আল্লামা তাকি উসমানি


অনলাইন ডেস্ক
তাকি উসমানি
নিরাপত্তারক্ষীদের তৎপরতায় বেঁচে গেলেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব মুফতি তাকি উসমানি।
বৃহস্পতিবার পাকিস্তানের রাজধানী করাচিতে অজ্ঞাত এক ব্যক্তি পকেটে ছুরি নিয়ে তার সঙ্গে দেখা করতে যান। খবর এক্সপ্রেস নিউজ ও দ্য ডনের।
প্রতিবেদনে বলা হয়, এদিন ফজরের নামাজের পর এক ব্যক্তি মুফতি তাকি উসমানির সঙ্গে একান্তে কথা বলার অনুরোধ জানান। এ সময় নিরাপত্তারক্ষীরা তল্লাশি করে তার পকেট থেকে ছুরি জব্দ করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
করাচির কোরঙ্গি জোনের এসএসপি শাহজাহান খান বলেন, মুফতি তাকি উসমানির সঙ্গে দেখা করতে আসা অজ্ঞাত ওই ব্যক্তিকে জব্দকৃত ছুরিসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।
এর আগে ২০১৯ সালের মার্চে করাচিতে তাকি উসমানির গাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই সময় গাড়িতে তাঁর সঙ্গে স্ত্রী ও দুই নাতি-নাতনিও ছিলেন।
সেই হামলায় তাকি উসমানির দুজন নিরাপত্তারক্ষী নিহত হন। এ ছাড়া পাকিস্তান বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা আমির শেহাব ও তাকি উসমানিও আহত হন।
তাকি উসমানি বর্তমান বিশ্বে ইসলামি শিক্ষা, অর্থনীতি ও আইন বিষয়ে অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। উপমহাদেশ থেকে শুরু করে আরব বিশ্ব এবং পশ্চিমা বিশ্বেও তিনি সমানভাবে সমাদৃত।
দারুল উলুম করাচির এই ভাইস প্রিন্সিপাল পাকিস্তানের প্রথম গ্র্যান্ড মুফতি শফির ছেলে এবং পাকিস্তানের বর্তমান গ্র্যান্ড মুফতি রফি উসমানির ছোট ভাই। তিনি পাকিস্তান সুপ্রিম কোর্টের শরিয়াহ বেঞ্চের সাবেক বিচারপতিও ছিলেন।
বিডি প্রতিদিন/কালাম
এই বিভাগের আরও খবর
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

Pakistan , Karachi , Sindh , Shah Khan , Maulana Amir , Baitul Mukarram , He Pakistan Supreme Court Shariah , Thursday Pakistan , News Express , Tuesday Fajr , Her Pocket , March Karachi , Pakistan Baitul Mukarram , Islamic Education , Arab World , Dar Ulum Karachi , Principal Pakistan , Grand Mufti Shafi , Grand Mufti Rafi Small , பாக்கிஸ்தான் , கராச்சி , சிந்த் , ஷா காந் , பைத்துல் முகரம் , வியாழன் பாக்கிஸ்தான் , செய்தி எக்ஸ்பிரஸ் , அணிவகுப்பு கராச்சி , இஸ்லாமிய கல்வி , அரபு உலகம் ,

© 2025 Vimarsana