সালমান খা&#x

সালমান খান ও তার বোনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ


অনলাইন ডেস্ক
সালমান খান ও আলভিরা খান
বলিউড সুপারস্টার সালমান খান, তার বোন আলভিরা খান ও অন্যান্য ৬ জনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছে ভারতের চণ্ডীগড় পুলিশ।
মঙ্গলবারের মধ্যে তাদের কাছে জবাব চাওয়া হয়েছে। সালমান খান প্রতিষ্ঠিত দাতব্য প্রতিষ্ঠান বিয়িং হিউম্যান ফাউন্ডেশনের সাথে জড়িত অভিযুক্ত ব্যক্তিরা।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, অরুণ গুপ্ত নামের এক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, বিয়িং হিউম্যান জুয়েলারি ব্র্যান্ডের নামে একটি শোরুম খোলেন অরুণ গুপ্ত এবং এর পেছনে ২ কোটি রুপি বিনিয়োগ করেন। তাকে বলা হয়, শোরুম উদ্বোধন করতে আসবেন সালমান খান। কিন্তু তিনিও আসেননি আর প্রচারণার জন্য যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলোও রাখেননি। পাশাপাশি এই শোরুমের জন্য পণ্য সামগ্রী পাঠানোর কথা ছিল। কিন্তু অনেক সময় চলে গেলেও এখনও কোনও পণ্য পাঠানো হয়নি।
চণ্ডীগড় থানার এসপি কেতন বনশাল ভারতীয় গণমাধ্যমকে জানান, ১৩ জুলাই পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছে। কোনও অপরাধ সংগঠিত হয়ে থাকলে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/কালাম
এই বিভাগের আরও খবর
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

India , Salman Khan , Arun Gupta , Human Foundation , India Chandigarh Police , Being Human Foundation , Being Human , For The , இந்தியா , சல்மான் காந் , அருண் குப்தா , மனிதன் அடித்தளம் , இருப்பது மனிதன் அடித்தளம் , இருப்பது மனிதன் , க்கு தி ,

© 2025 Vimarsana