রামেক হাস&#x

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু


প্রকাশ : ১৬ জুলাই, ২০২১ ০৯:৫৪
অনলাইন ভার্সন
গত ২৪ ঘণ্টায়
রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রতীকী ছবি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (১৬ জুলাই) সকাল ৮টার মধ্যে করোনাক্রান্ত ও উপসর্গ নিয়ে তাদের মৃত্যু হয়েছে। 
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গে ৮ জন মারা গেছেন। করোনা নেগেটিভ হওয়ার পর ২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১৫ জনের মধ্যে রাজশাহীর ১০ জন, নাটোরের ২ জন, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর ও নওগাঁর একজন করে আছেন। 
করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬১ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৪৫৪টি করোনা ডেডিকেটেড  শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৪৯৮ জন। এছাড়া গত জুনে ৩৫৪ জনের মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত
এই বিভাগের আরও খবর

Related Keywords

Naogaon , Bangladesh General , Bangladesh , Abdullah Al Luqman , Rajshahi John , Rajshahi Medical College , Working Ii John , Brig General Shamim , நாோகொன் , பங்களாதேஷ் , ராஜ்ஷாஹி மருத்துவ கல்லூரி ,

© 2025 Vimarsana