নারায়ণগঞ

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে যুবক খুন


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম দেওভোগ হাজীবাড়ি এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে ইমন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
গতকাল শনিবার (১৭ জুলাই) রাতে মাদক ও এলাকার আধিপত্যকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। নিহত ইমন পশ্চিম দেওভোগ এলাকার মো: অরুন আহমেদের ছেলে। নিহত ইমনের লাশ নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রয়েছে। 
স্থানীয়রা জানান, মাদক ও এলাকার আধিপত্যকে কেন্দ্র করে শনিবার রাত পৌনে ১০ টার দিকে ডেবিড-আব্দুল্লাহ এবং ওমর ফারুক-ইমন গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছে স্থানীয়রা। এর মধ্যে ডেবিড ও আব্দুল্লাহ দুই ভাই এবং ওমর ফারুক ও ইমন দুই ভাই। সংঘর্ষের সময় ইমন গুরুতর আহত হন। নিহতের ভাই ওমর ফারুক ও মোহাম্মদ আলী ইমনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
ফতুল্লা মডেল থানার ওসি রকিব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ইমন নামে একজন নিহত হন। কারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত
এই বিভাগের আরও খবর
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

Narayanganj , Dhaka , Bangladesh , Abdullah Al Luqman , Harun Ahmed , Rakib Ahmed , Omar Faruk , Muhammad Ali , Center On Saturday , Cromar Group , Narayanganj Headquarters District Fatullah West , Emon West , General Hospital , State Hospital , நாராயங்கஞ்ச் , டாக்கா , பங்களாதேஷ் , ஓமர் பாருக் , முஹம்மது அலி , மையம் ஆன் சனிக்கிழமை , ஓமர் குழு , ஜநரல் மருத்துவமனை , நிலை மருத்துவமனை ,

© 2025 Vimarsana