টেকনাফে ব&#x

টেকনাফে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন


টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী মলকাবানু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাঈলের উপর হামলার প্রতিবাদে আজ রবিবার সকালে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। টেকনাফ সদরের লম্বরী মলকাবানু উচ্চ বিদ্যালয়ের সামনে লেঙ্গুরবিল-শামলাপুর সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, অবিলম্বে প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাঈলের উপর হামলাকারিদের গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থার আওতায় আনার দাবিসহ ৭২ ঘন্টার ভিতরে আসামিদের আইনের আওতায় আনা না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন। এসময় মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, 'একজন প্রধান শিক্ষকের হামলার বিষয়টি খুবই দুঃখজনক। আমরা অভিযোগ হাতে পেয়েছি, হামলাকারিদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে।'
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৫ জুলাই) মলকাবানু উচ্চ বিদ্যালয়ে প্রধান সড়কের প্রবেশের রাস্তা সংস্থার কাজে নিয়োজিত একটি বেসরকারী এনজিও সংস্থার (ESDO) চলাকালে অনিয়মজনিত কারণে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলী জিন্নাহ ও প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাঈল বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে টেকনাফ সদরের ২নং ওয়ার্ড উত্তর লেঙ্গুরবিল একালার চিহ্নিত সন্ত্রাসী মৃত রফিক (প্রকাশ) সোনা মিয়ার দুই ছেলে জাহাঙ্গীর আলম (৩৩) ও হারুন (৩৫) তাদের হাতে থাকা কাঠের বিড়ালি দিয়ে হত্যার উদেশ্যে মাথায় জোরে আঘাত করলে প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাঈল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। পরে লোকজন উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়।
মানববন্ধন ও প্রতিবাদ আরও সভায় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা কামাল চৌধুরী মুসা, টেকনাফ উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুস ছালাম, টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান শাহাজাহান মিয়া, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাস্টার এমএ মনজুর, সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ দৌলা, হোয়াইক্যং কাঞ্জরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, নাইক্ষ্যংখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন, লেদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল আহমদ, মারিশবনিয়া স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।
শাহ পরীর দ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, হাজী নবী হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদয় শেখর দত্ত, হোয়াইক্যং দারুদ তৌহিদ মাদ্রাসার সুপার মৌঃ মোহাম্মদ হোসেন, বাহারছড়া তাহফিমুল দাখিল মাদ্রাসার সুপার মোস্তাক আহমদ, ওসমান সরওয়ার, টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম সাইফী, অত্র বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি শাহ আলম মেম্বার, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব, স্থানীয় মহিলা মেম্বার রানু আক্তার, অত্র বিদ্যালয়ের প্রাত্তন ছাত্র শাহ আলম ও আব্দুল করিমসহ স্কুলগুলোর শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
 
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

Baharchara , Chittagong , Bangladesh , Juba , Wilayat Bahr Al Jabal , South Sudan , Coxs Bazar District , Teknaf , Sabrang , Jamal Ahmad , Casio Islam , Jahangir Alam , Abdul Salam , Shah Alam , Rafiqul Islam , Shahjahan Mia , Nurul Amin , Shekhar Dutta , Bmw , Union Juba , Headquarters Union , Aaron , Ngos Agency , Cox Teknaf Headquarters Union , Hafijur Baby , Ali Jinnah , Association President Wireless Plans , Teknaf Upazila , Association President Abdul Salam , Teknaf Headquarters , Association President Master , Kolkata Daulah , Subject Islam , Shah Angel Island , Ink Karim , Prophet Hussain , Tawhid Madrasa Superm Hussain , Madrasa Super , Unity President Casio Islam , President Shah Alam Member , Editor Nurul Amin , Editorm Jacob , Member Ranu Meters , சிட்டகாங் , பங்களாதேஷ் , ஜூபா , விலாட் பஹ்ர் அல் ஜபல் , தெற்கு சூடான் , சாப்ரங் , ஜஹாங்கிர் ஆலம் , அப்துல் சலாம் , ஷா ஆலம் , ரஃபைக்யுல் இஸ்லாம் , ஷாஜகான் மியா , நூருல் அமின் , சேகர் தத்தா , பிஎம்டபிள்யூ , தலைமையகம் தொழிற்சங்கம் , ஆரோன் , அலி ஜின்னா ,

© 2025 Vimarsana