অনলাইন ডেস্ক ইনসেটে রাষ্ট্রদূত নাজিব আলিখিল পাকিস্তানে আফগানিস্তানের রাষ্ট্রদূত নাজিব আলিখিলের কন্যাকে অজ্ঞাত হামলাকারীরা অপহরণের পর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার ইসলামাবাদে এই ঘটনা ঘটে। খবর বিবিসি বাংলার। জানা গেছে, রাষ্ট্রদূতের কন্যা সিলসিলা আলিখিলকে বাড়ি যাওয়ার পথে অপহরণ করা হয়। তাকে অপহরণের পর কয়েক ঘণ্টার আটকে রাখা হয়। পরে মুক্তি পাওয়ার পর সিলসিলাকে হাসপাতালে নেয়া হয়। এ ঘটনাকে ‘অমানবিক হামলা’ বলে বর্ণনা করে রাষ্ট্রদূত নাজিব আলিখিল জানান, ‘তার কন্যা এখন ভাল বোধ করছেন।’ আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিলসিলাকে 'মারাত্মক নির্যাতন' করা হয়েছে এবং এ ব্যাপারে তারা একটি অভিযোগ দায়ের করতে যাচ্ছে। এদিকে, বিষয়টি নিয়ে পাকিস্তানি কর্মকর্তারা বলছেন, ২০ বছর বয়সী সিলিসিলা আলিখিল একটি গাড়িতে চড়ে যাচ্ছিলেন, এসময় একদল অজ্ঞাত হামলাকারী তার গাড়িতে উঠে পড়ে এবং তাকে মারতে শুরু করে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তারা পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে কূটনীতিবিদ ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে। রাষ্ট্রদূতের নিরাপত্তা কড়াকড়ি করা হয়েছে বলে জানাচ্ছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিডি-প্রতিদিন/শফিক এই বিভাগের আরও খবর সম্পাদক : নঈম নিজাম, নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত। ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।