মোশাররফ ক&#x

মোশাররফ করিম, বৈশাখী টিভির প্রধান নির্বাহীসহ আরও ৩ জনের বিরুদ্ধে মামলা


কুমিল্লা প্রতিনিধি
মোশাররফ করিম। ফাইল ছবি
অভিনেতা মোশাররফ করিম, জামিল হোসাইন, অভিনেতা ফারুক আহমেদ, পরিচালক আদিবাসী মিজান এবং বৈশাখী টিভির প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। ৫০ কোটি টাকার মানহানি মামলাটি করেছেন এক আইনজীবী। মামলা নম্বর ২১৫/২০২১।
রবিবার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬নং আমলি আদালতে এই মামলা করেন কুমিল্লার আইনজীবী রফিকুল ইসলাম হোসাইনী।
‘হাই প্রেসার-২’ নামের একটি নাটকে উকিলদের হেয় প্রতিপন্ন করে বিকৃতভাবে উপস্থাপন করায় এই মানহানি মামলা করা হয় বলে মামলার এজাহার সূত্রে জানা গেছে।
বাদীপক্ষের শুনানি শেষে আদালত মামলাটি আমলে নেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ মামলাটি তদন্ত সাপেক্ষে আগামী ১৮ আগস্ট রিপোর্ট দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী রফিকুল ইসলাম হোসাইনী বলেন, “গত ৯ জুলাই সকালে নাটকটি আমার নজরে আসে। নাটকের কিছু সংলাপ খুবই আপত্তিকর ছিল। নাটকের দুটি অংশে ৩৫-৫০ মিনিট এবং এক ঘণ্টা থেকে এক ঘণ্টা ২২ মিনিটের দৃশ্য আপত্তিকর ছিল। তাই তাদের বিরুদ্ধে কুমিল্লার আইনজীবীদের পরামর্শক্রমে মামলা দায়ের করি।”
এ বিষয়ে একাধিকবার চেষ্টা করেও কুমিল্লা পিবিআই পুলিশ সুপার মিজানুর রহমানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/কালাম
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

Comilla , Chittagong , Bangladesh , Faruk Ahmed , Rafiqul Islam , Jamil Hussain , Police Super Rahman , Musharraf Karim , Chief Judicial , August Report , கோமில்ல , சிட்டகாங் , பங்களாதேஷ் , ரஃபைக்யுல் இஸ்லாம் , ஜாமில் ஹுசைன் , தலைமை நீதித்துறை , ஆகஸ்ட் அறிக்கை ,

© 2025 Vimarsana