নিজস্ব প্রতিবেদক, খুলনা খুলনায় করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ক্রমেই কমছে। পাশাপাশি হাসপাতালগুলোতেও করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসছে। জানা যায়, করোনা চিকিৎসায় নগরীর পাঁচটি হাসপাতালে শনিবার (২৪ জুলাই) সকালে রোগী ভর্তি ছিল ৩৩৫ জন। এসব হাসপাতালে শয্যা রয়েছে ৫৬২টি। সেই হিসাবে ৪০ শতাংশ শয্যা খালি রয়েছে। জানা যায়, খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ২০০ শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছে ১১৭ জন। এছাড়া খুলনা জেনারেল হাসপাতালে ৮০টি শয্যার বিপরীতে ৩৪ জন, সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৮৭টি শয্যার বিপরীতে ৬৬ জন, আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৪৫টি শয্যার বিপরীতে ৪৩ জন ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫০টি শয্যার বিপরীতে ৭৫ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। এদিকে পরপর চতুর্থদিনের মতো খুলনার হাসপাতালগুলোতে করোনায় মৃত্যুর সংখ্যা ১০ এর নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৯টা) খুলনার হাসপাতালগুলোতে করোনায় আট জনের মৃত্যু হয়েছে। এর আগে ২৩ জুলাই সাতজন, ২২ জুলাই ১০ জন ও ২১ জুলাই করোনায় ছয় জনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন খুলনার রূপসার সুকুরুন্নেছা (৭২), পিরোজপুর মঠবাড়িয়া এলাকার মোর্শেদা (৬০), যশোর কেশবপুরের রেখা রানী ঘোষ (৬৫), বাগেরহাট মোল্লাহাট ঝর্না (৪৫), বাগেরহাট রামপালের এনামুল হাসান (৪৭), ফকিরহাট লকপুরের সাবিনা বেগম (৩৬), গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন খুলনার খান-এ সবুর রোডের জালালউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর (৬৬) এবং আবু নাসের হাসপাতালে খুলনা বসুপাড়া মেইন রোড এলাকার আফরোজা বেগম (৬০) করোনায় মারা গেছেন। জানা যায়, ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন। খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গতকাল ৪২৫ জনের নমুনা পরীক্ষায় ৯০ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে মহানগরী ও জেলায় ৩৮০ জনের নমুনা পরীক্ষায় ৭৮ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ২০ দশমিক ৫২ শতাংশ। বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন এই বিভাগের আরও খবর সম্পাদক : নঈম নিজাম, নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত। ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।