লিঙ্গ সমত&#x

লিঙ্গ সমতা ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে বার্লিনে মহাসমাবেশ


বিটু বড়ুয়া, জার্মানি
বিশ্বব্যাপী নির্যাতিত, অবহেলিত ও ন্যায্য অধিকার থেকে বঞ্চনার শিকার তৃতীয়, রূপান্তরিত ও অসম লিঙ্গের মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রতি বছরের মতো গতকাল শনিবার জার্মানির বার্লিনের রাজপথে অনুষ্ঠিত হয়েছে ৪৩তম ক্রিস্টোফার স্ট্রিট ডে বা ক্রিস্টোফার পথ দিবস।
সমাজের প্রচলিত ভ্রান্ত ধারণাকে বদলে দিতে প্রতিনিয়ত নিপীড়নের শিকার সেসব অবহেলিত-উপেক্ষিত নাগরিকদের মর্যাদা প্রতিষ্ঠায় শনিবার বার্লিনে রাস্তায় জড়ো হয় নানা বর্ণের, ধর্মের হাজারো মানুষ। সঙ্গীত, বাজনা বাদ্যে জানানো হয় সেসব অবহেলিত-উপেক্ষিত নাগরিকদের দাবি।
পথ দিবসে যোগ দেয়া লাখ খানেক মানুষের প্রায় প্রত্যেকেই মনে করেন যুগ যুগ ধরে অধিকার বঞ্চিত নির্যাতিত-নিপীড়িত তৃতীয়, রূপান্তরিত ও অসমলিঙ্গের মানুষের অধিকার একদিন সুনিশ্চিত হবে। তবে শঙ্কার বিষয় পথ সমাবেশে যোগ দেয়া অনেকেরই মুখে ছিল না মাস্ক, ছিল না দূরত্ব বজায় রাখার বিষয়টিও। সমলিঙ্গের মানুষের অধিকারের পথ সমাবেশটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চারলট্টেনবার্গে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/ফারজানা
এই বিভাগের আরও খবর
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

Berlin , Germany , , Saturday Germany Berlin , Christopher Street Day , Saturday Berlin , Age , பெர்லின் , ஜெர்மனி , கிறிஸ்டோபர் தெரு நாள் , சனிக்கிழமை பெர்லின் , வாழ்நாள் ,

© 2025 Vimarsana