অনলাইন ডেস্ক মমতা ব্যানার্জি রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন, একহাতে ছাতা আর অন্য হাতে মাইক ধরে শুরু করলেন সাংবাদিকদের সঙ্গে কথোপকথন। বিরোধীদের ফোনে আড়ি পাতা নিয়ে এক দিকে যখন উত্তাল সংসদ ভবন, সেই সময় রাজধানীর রাস্তায় ‘ছাতার রাজনীতি’ টুকুও সেরে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা। আর তাতেই নরেন্দ্র মোদির সঙ্গে এক সারিতে বসিয়ে সরাসরি তার তুলনা শুরু হয়ে গেল। মঙ্গলবার দুপুরে মোদির সঙ্গে সাক্ষাৎ সেরে মমতা যখন বের হচ্ছেন, বাইরে সেই সময় মুষলধারে বৃষ্টি। সেই অবস্থাতেই মাথা বাঁচিয়ে অভিষেক ব্যানার্জির সাউথ অ্যাভিনিউয়ের বাংলোয় পৌঁছেন মমতা। বাইরে তখন সাংবাদিকদের ভিড়। তাদের দেখে বৃষ্টি মাথায় বাংলো থেকে বেরিয়ে আসেন মমতা। মোদির সঙ্গে কী কথা হল, তা জানতে যখন উদগ্রীব সাংবাদিকরা, মমতার গলায় তখন অভিভাবকের সুর। কাকভেজা সাংবাদিকদের হালকা ধমক দিয়ে বলেই ফেললেন, ‘‘বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে কিন্তু। শিগগির ছাতা নিন। ছাতার নিচে দাঁড়ান। একদম ভিজবেন না।’’ কাদার মধ্যে একখানা নীল ছাতা ধরে সাংবাদিকদের সঙ্গে মমতার এই নির্ভেজাল কথাবার্তাই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। কারণ সপ্তাহ খানেক আগে নিজ হাতে ছাতা ধরে সংসদ ভবনের বাইরে দেখা গিয়েছিল মোদিকেও। তবে টিপ টিপ বৃষ্টিতে মোদির পায়ের নিচে পুরু সবুজ ম্যাট পাতা থাকলেও, মমতা পা ছিল মাটিতেই। মোদির বক্তৃতার জন্য সুসজ্জিত ডায়াস বসানো হলেও, এক হাতে ছাতা এবং অন্য হাতে মাইক ধরেই একনাগাড়ে কথা চালিয়ে যান মমতা। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে ২০২৪-এ গোটা দেশের মাথার উপর ছাতা মেলে ধরবেন মমতা। টুইটারে তিনি লেখেন, ‘বৃষ্টিতে ছাতা। নিজের হাতে। ২০২৪-এ এই ছাতা ধরবেন দেশবাসীর মাথায়। জনবিরোধী নীতির কালো মেঘের দুর্যোগ থেকে বাঁচাতে। এটা ট্রেলার। পিকচার অভি বাকি হ্যায়।’ বিডি-প্রতিদিন/বাজিত হোসেন এই বিভাগের আরও খবর সম্পাদক : নঈম নিজাম, নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত। ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।