চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি প্রতীকী ছবি ফরিদপুরের চরভদ্রাসনে মঙ্গলবার (৩ আগস্ট) রাতে শুকুরজান (৩৬) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে চরভদ্রাসন থানা পুলিশ।
এ ঘটনায় নিহত শুকুরজানের ছোট ভাই শেখ আয়নাল বাদী হয়ে আত্মহত্যা প্ররোচনা মামলা করলে ওই নারীর স্বামী শেখ মাছেম (৪৩)-কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতার মাছেম হরিরামপুর ইউনিয়নের চর শালেপুর পশ্চিমের মৃত শেখ মনসুরের বড় ছেলে। নিহত শুকুরজান ঐ একই ইউনিয়নের ছমির বেপারীর ডাঙ্গী গ্রামের শেখ জালালের মেয়ে। এক বছর আগে শুকুরজানকে বিয়ে করেন মাছেম। এটা ছিল উভয়েরই তৃতীয় বিয়ে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে উভয়ের মধ্যে পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার সকালে ওই নারী গুল খেয়ে অসুস্থ হয়ে পরলে তাকে সুস্থ করার চেষ্টা করে বাড়ির লোকজন। সকাল ৯টার দিকে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে রাত ৮ টার দিকে শুকুরজানের লাশ উদ্ধার করেন পুলিশ।
চরভদ্রাসন থানার উপ-পরিদার্শক তুহিন বালা জানান, লাশ উদ্ধারের পর আজ বুধবার বেলা ১১ টার দিকে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। সেই সাথে মাছেমকে আত্মহত্যা প্ররোচনা মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক : নঈম নিজাম, নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত। ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।