আমি তখন স্কুলে পড়ি। ভাসা ভাসা মনে পড়ে। আমার বাড়ির সাথেই আমাদের প্রাইমারি স্কুল। সকাল থেকে স্কুলের মাঠে মাইক বেঁধে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজানো হত। আমরা সমবয়সীরা মিলে কে কতটা মুখস্থ বলতে পারি তার প্রতিযোগিতা করতাম। সেই সময়ে পুরো ভাষণটা মুখস্থ- 680704