নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published: 04 Jul 2021 01:09 PM BdST Updated: 04 Jul 2021 01:09 PM BdST গীতিকার ফজল-এ-খোদা গীতিকবি ফজল-এ-খোদার মৃত্যুতে গভীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। "); } এক শোক বার্তায় তিনি বলেছেন, “গীতিকবি ফজল-এ-খোদার লেখা ‘সালাম সালাম হাজার সালাম’ গানটি বিবিসির জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বাংলা গানের তালিকায় সেরা ২০ গানের মধ্যে ১২তম স্থান পায়। তার লেখা কালজয়ী এই গানটি একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচার হওয়ায় রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা দারুণভাবে উজ্জীবিত হয়েছিলেন। অসংখ্য জনপ্রিয় গান লিখে গীতিকবি ফজল-এ-খোদা সমৃদ্ধ করেছেন বাংলা গানকে।” জিএম কাদের বলেন, “বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার ফজল-এ-খোদা দক্ষতার সাথে বাংলাদেশ বেতারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিশু সংগঠক ফজল-এ-খোদা শিশুদের জন্য লিখেছেন অসংখ্য বই। গীতিকবি ফজল-এ-খোদা দীর্ঘকাল বেঁচে থাকবেন তার কর্মের মাঝে।” রোববার ভোর ৪টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান করোনাভাইরাসে আক্রান্ত ফজলে-এ খোদা। তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতার সঙ্গে ডায়াবেটিসে ভুগছিলেন তিনি। ১৯৬৩ সালে বেতারের তালিকাভুক্ত গীতিকার হিসেবে কর্মজীবন শুরু করেন ফজল-এ-খোদা। অবসরে যান বাংলাদেশ বেতারের পরিচালক হিসেবে। জাতীয় পার্টির চেয়ারম্যান ফজল-এ-খোদার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। '; adv2 = ' '; if(plength >=12){ position = `.custombody > p:nth-of-type(${parseInt(plength/3)})`; position2 = `.custombody > p:nth-of-type(${parseInt(2*plength/3)})`; //console.log("plength greater or equal 12: "+plength); $(adv).insertAfter(position); $(adv2).insertAfter(position2); dfpHead2(); googletag.cmd.push(function() { googletag.display("div-gpt-ad-1583412120279-0");googletag.display("div-gpt-ad-1583412120279-1");}); }else if(imglength > 10){ position = `#plainPicture > ul > li:nth-of-type(${parseInt(imglength/3)})`; position2 = `#plainPicture > ul > li:nth-of-type(${parseInt(2*imglength/3)})`; $(adv).insertAfter(position); $(adv2).insertAfter(position2); dfpHead2(); googletag.cmd.push(function() { googletag.display("div-gpt-ad-1583412120279-0");googletag.display("div-gpt-ad-1583412120279-1");});