Didn't get a house, A man protested naked in front of Pancha

Didn't get a house, A man protested naked in front of Panchayat in Purulia


Anandabazar
Didn’t get a house, A man protested naked in front of Panchayat in Purulia
‘পঞ্চায়েত উলঙ্গ তাই আমিও ন্যাংটা!’ ঘর না পেয়ে উলঙ্গ হয়ে প্রতিবাদ পুরুলিয়ায়
নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া ২৭ জুন ২০২১ ০২:০৫
নিজস্ব চিত্র।
সরকারি আবাস যোজনার আওতায় বাড়ি না পাওয়ায় পঞ্চায়েত অফিসের সামনে রাস্তায় উলঙ্গ হয়ে প্রতিবাদ দেখালেন পুরুলিয়ার এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ঝালদা দুই ব্লকের বেগুনকোদর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ওই ঘটনার ভিডিয়ো এখন ভাইরাল নেটমাধ্যমে।
বেগুনকোদরের বুরুজকুলি গ্রামের ওই বাসিন্দার নাম ছোটবাবু রাজওয়ার। বহু দিন ধরেই তিনি পঞ্চায়েতের কাছে আবাস যোজনার আওতায় একটি বাড়ি তৈরি করে দেওয়ার আবেদন জানিয়ে আসছিলেন। ছোটবাবুর মাটির বাড়ি, খড়ের ছাউনি দেওয়া। বর্ষায় জল চাল থেকে গ়ড়িয়ে ঘরে পড়ায় মাটির মেঝেও ক্ষয়ে গিয়েছে। ওই অবস্থাতেই স্ত্রী ও চার ছেলে-মেয়েকে নিয়ে রয়েছেন তিনি। বারে বারে পঞ্চায়েতের দ্বারস্থ হয়েও কাজের কাজ হয়নি। বাড়ি তো দূরের কথা, ত্রিপলও জোটেনি। তিনি বলেন, ‘‘বৃষ্টির সময় ছেলে মেয়েদের নিয়ে থাকতে পারি না। শুনছি, দেখছি অনেকেই ঘর পাচ্ছেন। খড়ের ছাউনির মাটির বাড়িতে বসবাস করি আমরা। সরকারের থেকে কি একটা বাড়ির আশা করতে পারি না?’’
সম্প্রতি আবাস যোজনার উপভোক্তাদের নয়া তালিকায় ছোটবাবুর নাম বাদ পড়ে। কয়েকদিন আগে পঞ্চায়েতে গিয়ে আবাস নাম বাদ পড়ার কারণ জানার চেষ্টা করেছেন তিনি। কিন্তু কোনও সদুত্তর পাননি। তার পরই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে ওই কাণ্ড ঘটনা তিনি। শনিবার পঞ্চায়েত কার্যালয়ের সামনে উলঙ্গ হয়ে প্রতিবাদ দেখান ছোটবাবু। বলতে থাকেন, ‘‘এই পঞ্চায়েত উলঙ্গ, আমিও লেংটা!’’ ছোটবাবু জানিয়েছেন, তিনি যা করেছেন, তা একেবারেই সুস্থ মস্তিষ্কেই করেছেন। এমন ঘটনা দেখে রীতিমতো অবাক পথচলতি লোকজন। কেউ কেউ গোটা ঘটনাটা ক্যামেরাবন্দিও করেন। এই ঘটনার জেরে বেশ অস্বস্তিতে পড়েন পঞ্চায়েত প্রধান সনিচরণ সিং মুড়া। তিনি বলেন, ‘‘আবাস যোজনার প্রাপকদের তালিকা পঞ্চায়েত থেকে করা হয়নি। কেন তাঁর নাম বাদ গেল, আমি জানি না। কী ভাবে ওই ব্যক্তিকে আবাস যোজনার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, তা দেখছি।’’
Advertisement
আরও পড়ুন

Related Keywords

Purulia , West Bengal , India , Singh Mura , Camp Charity , Bar Panchayat , His Name , Protest , Awas Yojana , புருளிய , மேற்கு பெங்கல் , இந்தியா , சிங் முறா , முகாம் தொண்டு , அவரது பெயர் , ப்ரொடெஸ்ட் ,

© 2025 Vimarsana