Due to the factionalism of the TMC, the shooting took place

Due to the factionalism of the TMC, the shooting took place in Behala Kolkata dgtl


Anandabazar
Due to the factionalism of the TMC, the shooting took place in Behala Kolkata dgtl
প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বেহালায় এক পক্ষকে লক্ষ্য করে গুলি চালাল অন্য পক্ষ
নিজস্ব সংবাদদাতা
কলকাতা ১৩ জুন ২০২১ ১৬:১৫
গুলি চালানোর ঘটনা ঘটল বেহালায়
ফাইল চিত্র
ভর দুপুরে গুলি চলল খোদ কলকাতায়। রবিবার বেহালার মুচিপাড়া এলাকায় গুলি চলে। গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এর পিছনে দলের গোষ্ঠীদ্বন্দ্বই কারণ বলে জানাচ্ছেন স্থানীয় তৃণমূল কর্মীরা। প্রাথমিক ভাবে পুলিশও মনে করছে, তৃণমূলের ২ গোষ্ঠীর মধ্যে বিবাদের ফলেই ওই গুলি চালনার ঘটনা ঘটেছে। এলাকা থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি কার্তুজের খোল। তবে ওই ঘটনায় কেউ গুলিবিদ্ধ হননি বলেই জানা গিয়েছে।
রবিবার দুপুর আড়াইটে নাগাদ গুলি চলে বেহালার মুচিপাড়া মোড়ের কাছে। গুলি চালানোর অভিযোগ ওঠে অর্ণব বন্দ্যোপাধ্যায় নামে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। পুরসভার ভোটে টিকিট বণ্টন নিয়ে শাসকদলের ২ পক্ষের মধ্যে ঝামেলা থেকেই ওই ঘটনার সূত্রপাত বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শী এক তৃণমূল কর্মী জানান, ১২১ নম্বর ওয়ার্ডে টিকিট বণ্টন ঘিরে অর্ণবের সঙ্গে দীর্ঘদিন ধরেই বচসা চলছিল এলাকার কিছু তৃণমূল কর্মীর। রবিবার বাইকে চেপে এসে অর্ণব বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যান। অর্ণব ওই ওয়ার্ডের বাসিন্দা না হওয়া সত্ত্বেও টিকিট নিয়ে ঝামেলা করছেন বলেও জানান অন্যান্যরা।
গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার কারণে কেউ হতাহত হননি। তবে এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছেছে বেহালা থানার পুলিশ বাহিনী। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উঠে এলেও এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।
Advertisement
আরও পড়ুন
আরও পড়ুন

Related Keywords

Calcutta , West Bengal , India , Sea Banerjee , , Gun Fight , Mc Conflicts , Behala Purba , கால்குட்டா , மேற்கு பெங்கல் , இந்தியா , துப்பாக்கி சண்டை ,

© 2025 Vimarsana