Anandabazar Exclusive interview of Sandipta Sen ছোট পর্দায় ফিরেছেন সন্দীপ্তা সেন। কেরিয়ারের নতুন পর্ব নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। Sandipta Sen: ‘অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়াই লক্ষ্য’ নিজস্ব সংবাদদাতা কলকাতা ০৭ জুলাই ২০২১ ০৬:৫৪ সন্দীপ্তা। নিয়ে কেন? উ: মেগা সিরিয়াল না করার লক্ষ্য নিয়ে এগিয়েছিলাম। হঠাৎই ‘করুণাময়ী রাণী রাসমণি-উত্তর পর্ব’ ধারাবাহিকে সারদামণির চরিত্রটি করার সুযোগ এল। এর আগে পিরিয়ড ড্রামায় অভিনয় করিনি। বাঙালির মনে মা সারদা এমন ভাবে বিরাজ করছেন, সেই চরিত্রে অভিনয় করাটা সকল অভিনেত্রীর কাছেই চ্যালেঞ্জিং। অভিনেত্রী হিসেবে অন্য রকম কাজ করার খিদেও অনেকটা মিটবে। আর মেগা করতে গিয়ে ওয়েব সিরিজ় ও ছবির কাজে যেন অসুবিধে না হয়, চ্যানেেলর সঙ্গে তেমনই কথা হয়েছে। মেগার মেয়াদ ছ’-সাত মাস। সব মিলিয়ে ‘না’ বলার অবকাশ ছিল না। প্র: