Today Horoscope in Bengali 30 July 2021 Important Task Will

Today Horoscope in Bengali 30 July 2021 Important Task Will Be Stopped For Aries - Daily Horoscope 30 July 2021: জরুরি কাজ আটকে যাবে মেষের জাতকদের | Eisamay


horoscope 30 july 2021 in bengali important task will be stopped for aries
Daily Horoscope 30 July 2021: জরুরি কাজ আটকে যাবে মেষের জাতকদের
Shramana Ray | EiSamay.Com | Updated: 30 Jul 2021, 09:07:00 AM
Subscribe
৩০ জুলাই ২০২১ শুক্রবার, প্রেম ভালোবাসার নামে কেউ ঠকাতে পারে মেষ রাশির জাতকদের। সারাদিন নানা দুশ্চিন্তা তাড়া করে বেড়াবে মিথুন রাশির জাতকদের। দেখে নিন রাশিচক্রের অন্যান্য় রাশিদের কেমন কাটবে আজকের দিন।
 
৩০ জুলাই ২০২১-র রাশিফল
এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: রাশিফল জ্যোতিষশাস্ত্রের এমন একটি শাখা,যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
মেষ রাশি
মেষ রাশি
স্বাস্থ্যের সমস্যার জন্য আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ আটকে যাবে। সব কিছুই আজ একটু বাধার মধ্য দিয়ে চলবে। তবে আর্থিক পরিস্থিতি আজ মজবুত থাকবে। ব্যবসায় কিছু বাড়তি মুনাফা আশা করতে পারেন। পারিবারিক কোনও সদস্যের আচরণে হঠাৎ করে আপনার রাগ হয়ে যাবে। প্রেম ভালোবাসার নামে কেউ ঠকাতে পারে বা ব্ল্যাকমেল করতে পারে, সচেতন থাকুন। বেকারদের অস্থায়ী কর্মযোগ, যারা শিল্পী বা হাতের কাজের সঙ্গে যুক্ত তাঁদের জন্য দিনটা বেশ শুভ। বিবাহিত জীবন ভালো কাটবে। ছাত্র-ছাত্রীর শুভ ফল। দাঁতের ব্যথায় কষ্ট পাবেন।
বৃষ রাশি
স্বামী-স্ত্রীর মধ্যে মতভেদ হতে পারে। স্বামী স্ত্রী একে অন্যের প্রতি মোলায়েম ব্যবহার করার চেষ্টা করুন। জমি-বাড়ি কারবারে আজ লাভ দেখা যাচ্ছে। নতুন কিছু কেনার ঝোঁক। বাড়ির জন্য পারিবারিক সদস্যদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি। আজ হঠাৎ করে কারোর প্রেমে পড়ার ঝোঁক। বন্ধুমহলে সবার মধ্যমণি হয়ে থাকবেন। ডাক্তারবাবু ও ওষুধ ব্যবসায়ীদের আজ রোজগার বৃদ্ধি। কর্মক্ষেত্রে উন্নতি তবে কুঁড়েমি ত্যাগ করুন। পার্টনারশিপ ব্যবসায় কিছু মতভেদ হতে পারে। ছাত্র-ছাত্রীর শুভফল। গাড়ির চালকের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, কাজ ছেড়ে দিতে পারে।
মিথুন রাশি
মিথুন রাশি
আজ স্বাস্থ্য ভালোই থাকবে। বিউটি পার্লারে যাওয়ার সুযোগ আসবে। যারা আমদানি-রফতানির ব্যবসা করেন, বড় ধরনের কাজের অর্ডার পেতে পারেন। ব্যবসায় আজ লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনার উপর থাকবে। আজ গৃহে অতিথি সমাগম হতে পারে। বাইরের রেস্তোঁরা থেকে কিছু ভালো খাবার কিনে আনতে পারেন। প্রেমে কিছু জটিলতা সত্ত্বেও সম্পর্ক ভালোই থাকবে। আপনার স্বামী বা স্ত্রীর কর্মসংক্রান্ত ভালো খবর আপনাকে আনন্দ দেবে। আজ স্বামী-স্ত্রীর সম্পর্ক থাকবে খুবই রোমান্টিক এবং কোথাও বেড়াতে যাওয়ার কথা ভাবতে পারেন। ছাত্র-ছাত্রীর শুভ ফল। সন্তানের কৃতিত্বে আপনি আনন্দিত হবেন। ডায়েট করতে গিয়ে শরীর যেন দুর্বল হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
কর্কট রাশি
সারাদিন বেশ কিছু উত্তেজনা এবং দুশ্চিন্তা আপনাকে ব্যতিব্যস্ত করে রাখবে। অনেক দিক থেকেই সমস্যা আভোগাবে। তবে আর্থিক দিকে কিছু ভালো পাওনা, অর্থ উদ্ধার হবে, ঋণশোধ হবে। অস্ত্রব্যবসা, মুদিখানা, নার্সিংহোমের ব্যবসায়ে কিছু বেশি লাভের যোগ রয়েছে। বহুদূরের কোনও আত্মীয় আজ ফোনে যোগাযোগ করবেন। মনের মধ্যে আধ্যাত্মিক ভাব বৃদ্ধি পাবে। প্রেমিক প্রেমিকার জন্য শুভ ফল। স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক বজায় থাকবে। ছাত্র-ছাত্রীর শুভ ফল। বেকারদের জন্য অস্থায়ী কর্মপ্রাপ্তির কিছু সুখবর আছে। জল বেশি করে খান।
সিংহ রাশি
সিংহ রাশি
আপনার এখন প্রচুর কাজের চাপ। কিন্তু স্বাস্থ্যকে অবহেলা করা ঠিক হবে না। আর্থিক দিক মজবুত হবে। উপার্জন বৃদ্ধি। ব্যবসায়ীদের জন্য দিনটা শুভ। কোও আত্মীয়র কাছ থেকে অপ্রত্যাশিত সুখবর মনকে আনন্দ দেবে। আজ ফোনে কোনও বন্ধুর সঙ্গে সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার দিন। কর্মক্ষেত্রে শ্রমিক সংক্রান্ত সমস্যা ভোগাবে। কিছুটা ভ্রমণযোগ আছে। যারা ছোটখাটো সেলসের কাজ করেন, তাঁদের জন্য আজকের দিন লাভদায়ক। স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক বজায় থাকবে। ছাত্র-ছাত্রীর শুভ দিন। প্রেম মধুর। মাথার চুল উঠে যাওয়ার সমস্যা আর ওজন বৃদ্ধি চিন্তার কারণ।
কন্যা রাশি
শারীরিক ভাবে বেশ মজবুত থাকবেন আপনি। ব্যবসায় ক্ষতি বা আইনি ঝামেলার জন্য বেশ সচেতন থাকুন। আজ অর্থ একটু বেশি খরচা হবে। বিপদের সময় বন্ধুর পাশে দাঁড়িয়ে বাহবা পাবেন। কারখানায় কর্মচারী সমস্যা থাকবে কমবেশি। স্বামী-স্ত্রী একে অন্যকে সাহায্য করুন। বিপদের সময় প্রেম জীবন ঠিকঠাকই চলবে, তবে তুচ্ছ কথায় মান-অভিমান অল্প চলবে। ছাত্র-ছাত্রীদের শুভফল, গবেষণায় সাফল্য। ঠান্ডা লেগে অল্প ভোগান্তি।
তুলা রাশি
তুলা রাশি
কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি হবে। ক্রমাগত টার্গেট বৃদ্ধি মানসিক চাপে রাখবে। যারা সেলস এর কাজে আছেন তঁদের পারিবারিক কিছুটা মতভেদ হতে পারে। চেষ্টা করুন উত্তেজনা কম রাখতে। কাউকে শুধু হাতে অর্থ ধার দিলে ভুগতে হবে। প্রেমের জীবন আজ অতি সুন্দর। স্বামী-স্ত্রীর আনন্দপূর্ণ জীবন। শ্বশুরবাড়ির কারোর শরীর খারাপ নিয়ে একটু চিন্তা থাকবেন। ব্যবসায় আজ আর্থিক লাভ নির্দেশ করছে। ছাত্র-ছাত্রীর দিনটা দারুন। খেলোয়াড়দের শুভদিন। দাঁত বা চোখের সমস্যা ফেলে রাখবেন না।
বৃশ্চিক রাশি
স্পষ্ট কথায় বা ন্যায্য কথায় শত্রু বৃদ্ধি। বাক্য নির্বাচনে সচেতন হোন। ধার দেওয়া অর্থ ফেরত পেতে অসুবিধা। কাউকে অর্থ ধার দেবেন না আজ। সন্ধ্যায় গৃহে অতিথি সমাগম বা কোনও বন্ধুর বাড়ি বেড়াতে যেতে পারেন। রাজনীতিবিদদের ব্যস্ততা বাড়বে। ডাক্তার বাবুদের মান সম্মান বৃদ্ধি হবে। আপনার মাধ্যমে কারোর বিয়ের যোগাযোগ হতে পারে। প্রেম জীবন অতি সুন্দর। স্বামী-স্ত্রীর সদ্ভাব বজায় থাকবে। ছাত্র-ছাত্রীর অতি শুভ সময়। শত্রু পরাজিত হবে। চর্মরোগ ফেলে রাখবেন না। সন্তান নিয়ে গর্ববোধ।
ধনু রাশি
ধনু রাশি
আজকের দিন আপনার জন্য শুভ। সমস্ত কাজেই পারিবারিক সদস্যদের সমর্থন আপনার সাথেই থাকবে। কর্মক্ষেত্রে অফিসের বস আজ প্রসন্ন থাকবেন আপনার প্রতি। আর্থিক সঞ্চয়ের যোগ আছে। ভবিষ্যতের জন্য স্বাস্থ্য বীমা বা এলআইসিতে বিনিয়োগ লাভদায়ক হবে। স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক। মায়ের শরীরটা একটু খারাপ যাবে। প্রেমিক-প্রেমিকার শুভ ফল। যারা সায়েন্স এর ছাত্রছাত্রী, তাঁদের জন্য দিনটা অতি শুভ। লেখক, সাংবাদিক, মাস্টারমশাইদের শুভদিন। শিল্পীদের নতুন কাজের অর্ডার প্রাপ্তি, সোনার উপর ব্যবসায় বড় কাজের অর্ডার প্রাপ্তি। শত্রুরা পরাজিত হবে। খেলাধুলো জিম শরীরচর্চায় ফিটনেস বৃদ্ধি।
মকর রাশি
বয়স্ক লোকেদের সাথে মতভেদ এড়িয়ে চলুন আজ। কোনও গুরুজন ব্যক্তির স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। পেটের সমস্যা থেকে বাঁচতে মদ খাওয়া এড়িয়ে চলুন। স্বামী স্ত্রীর সাথে ভালই বোঝাপড়া থাকবে। ছাত্র-ছাত্রীর চঞ্চলতায় ক্ষতি। প্রেমে আজ মতভেদ নির্দেশ করছে, একটু ভালোবেসে কথা বলুন। অফিসে ছোটখাটো পদোন্নতির সুযোগ আছে। রাজনীতিবিদদের জন্য আজ শুভ দিন। সন্তানসম্ভবা মহিলারা আজ খুব সাবধানে থাকুন। ভাই বোনের সাথে মতভেদ আপোসে মিটিয়ে নিন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশি
আলস্য ত্যাগ করলে আজ বেশ শুভ ফল আশা করা যাচ্ছে। আর্থিক দিক আজ বেশ ভালো। নিজের জিনিসপত্র সামলে রাখুন। নতুন কেনা গাড়ি নিয়ে রাস্তায় হঠাৎ ভোগান্তি, গাড়ির কাগজপত্র দেখে নিন। গৃহে অতিথি সমাগম। কোনও গুরুজন স্থানীয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে চিন্তা। প্রেমে আজ কথা কাটাকাটি। স্বামী-স্ত্রীর সদ্ভাব বজায় থাকবে। শ্বশুরবাড়ি থেকে কিছু শুভ খবর পেতে পারেন আজে। রাত্রে ভালো ভালো রান্না খাওয়ার যোগ। ছাত্র-ছাত্রীদের শুভফল। বহুমূত্র রোগে কষ্ট পবেন, রাত্রে ভাত না খাওয়াই ভালো।
মীন রাশি
অসুস্থ ব্যক্তিরা আজ অনেকটাই সুস্থ হয়ে উঠবেন। বাড়বে জমি-জায়গা কেনা বা অগ্রিম দেওয়ার দিন। পারিবারিক লোকেরা আপনার প্রতি খুব খুশি থাকবেন। হোটেল ব্যবসায় যুক্ত কর্মচারীদের কর্মক্ষেত্রে ডামাডোল অবস্থার জন্য চিন্তা। প্রেম সম্পর্ক মধুর হবে। আপনার শত্রুরা আজ তাদের ভুল বুঝতে পারবে। শ্বাসকষ্টের রোগীরা খুব সাবধানে থাকবেন। ছাত্র-ছাত্রীর শুভ ফল আশা করা হচ্ছে।
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
টাটকা খবরের আপডেট পেতে EI Samay ফেসবুক পেজ লাইক করুন
মন্তব্য করুন
এই বিষয়ে আরও পড়ুন

Related Keywords

, Office Boss , Partnership Business , Aries Star , For Family , Star Gemini , Gemini Star , House Guest , Cancer Star , Water Report , Star , Star Body , Scorpio Star , Archer Star , For Happy , Capricorn Star Adult , Aquarius Star , அலுவலகம் முதலாளி , கூட்டு வணிக , க்கு குடும்பம் , நட்சத்திரம் ஜெமிநை , ஜெமிநை நட்சத்திரம் , வீடு விருந்தினர் , தண்ணீர் அறிக்கை , நட்சத்திரம் , நட்சத்திரம் உடல் , வில்லாளன் நட்சத்திரம் , க்கு சந்தோஷமாக ,

© 2025 Vimarsana